গোটা বিশ্বে কোভিড মহামারি ছেয়ে যাওয়া,ডোনাল্ড ট্রাম্পের জয়, আমেরিকার ব্ল্যাক লিভস ম্যাটার অন্দোলন, নটর ডেম অগ্নিকাণ্ড, কৃত্রিম বুদ্ধিমত্তার বৃদ্ধি, রোবট সেনা সম্পর্কে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন। যেগুলো সত্যিই সত্যিই মিলে গিয়েছে।
বাবা ভাঙ্গা এবং নস্ট্রাদামুস দুজনেই ২০২৫ সালে বড় কিছু হওয়ার ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত দিয়েছেন। এবার সেই ইঙ্গিত দিয়েই ভবিষ্যদ্বাণী করলেন নিকোলাস অজুলা। নতুন বছর নিয়ে শিহরণ জাগানো মত কথা জানিয়েছেন তিনি। তাঁর ভবিষ্যতদ্বাণীতে তিনি মনে করেন এই বছরেই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।প্রথমবার কোভিড মহামারি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন এই নিকোলাস। ২০১৮ সালে তিনি জানিয়েছিলেন, ২০১৯-এ ইনফ্লুয়েঞ্জার মতো রোগের প্রভাব বাড়বে বিশ্বে। মিলে গিয়ে তার কথা, সেই বছরই কোভিডের থাবায় সারা বিশ্বে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়াও ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার মত ঘটনা সহ নট্রে দাম চার্চে আগুনের মতো বিষয় নিয়ে নিকোলাস ভবিষ্যদ্বাণী করেছিলেন ।
আমাদের সকলেরই রয়েছে নিজের ভবিষ্যৎ জানার আগ্রহ। কৌতুহল মেটাতে অনেকেই ছুটে যাই কোন জ্যোতিষের কাছে নয়তো অন্য কোন উপায়ে জানার চেষ্টা করি নিজের ভবিষ্যৎ। কিন্তু জানেন কি এমন একজন রয়েছেন এই বিশ্বে যার কথা প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়। অতীতে এমন একাধিক নজির রয়েছে । সেই মানুষটি ২০২৫ সালের যে ভবিষ্যতদ্বাণী করেছেন তা জানলে আপনিও ভয়ে চমকে উঠতে পারেন।গোটা বিশ্বে কোভিড মহামারি ছেয়ে যাওয়া,ডোনাল্ড ট্রাম্পের জয়, আমেরিকার ব্ল্যাক লিভস ম্যাটার অন্দোলন, নটর ডেম অগ্নিকাণ্ড, কৃত্রিম বুদ্ধিমত্তার বৃদ্ধি, রোবট সেনা সম্পর্কে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন। যেগুলো সত্যিই সত্যিই মিলে গিয়েছে।
কী ঘটতে চলেছে ২০২৫ সালে? তিনি তা নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন জানলে আপনিও রীতিমত আঁতকে উঠবেন । এই ভবিষ্যতবক্তা হলেন লন্ডনের হিপনোথেরাপিস্ট নিকোলাস অজুলা। ভবিষ্যদ্বাণী করার বিশেষ ক্ষমতা রয়েছে ১৭ বছর বয়স থেকেই, এমনটাই দাবি নিকোলাসের।বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, নিকোলাস অজুলা ২০২৫ সাল নিয়ে এমন সব ভবিষ্যদ্বাণী করেছেন যা সত্যিই শিহরণ জাগানোর মত। ২০২৫ সালে তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইঙ্গিত দিয়েছেন। এই বছরে রক্তপাত ও প্রাণহানি ঘটনা লেগে থাকার কথাও জানিয়েছেন তিনি । পৃথিবী ভরে যাবে পাপ ও হিংসায় । ধ্বংসলীলা দেখা যাবে দিকে দিকে । দ্রব্যমূল্য সীমাহীন ভাবে বাড়বে।নিকোলাস অজুলা আরও ভবিষ্যদ্বাণী করেছেন এই ২০২৫ সালে অর্থ্যাৎ এই নতুন বছরে ল্যাবে অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছরেই অতিরিক্ত বৃষ্টিপাতের সঙ্গে বিধ্বংসী বন্যার ইঙ্গিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হবে লক্ষ লক্ষ ঘরবাড়ি । গৃহহীন হয়ে পড়বে কয়েক কোটি মানুষ। দ্রুত বৃদ্ধি পাবে সমুদ্রের স্তর , আর এই কারণে ডুবে যেতে পারে অনেক শহর ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
