দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষক, সন্তান, বড় ভাই, শিক্ষা, ধর্মীয় কাজ, পবিত্র স্থান, সম্পদ, দান, পুণ্য ও বৃদ্ধি ইত্যাদির কারক গ্রহ বলা হয়। বৃহস্পতি গ্রহটি ২৭টি নক্ষত্রপুঞ্জ পুনর্বাসু, বিশাখা এবং পূর্বা ভাদ্রপদ এর অধিপতি। মীন রাশিতে বৃহস্পতির পিছিয়ে যাওয়ায় কিছু রাশির জন্য শুভ দিন শুরু হবে।