সংক্ষিপ্ত
হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা ৯ সেপ্টেম্বর ৬টা ৭ মিনিট থেকে শুরু হয়েছে এই শুভ তিথি। চলবে ১০ সেপ্টেম্বর শনিবার দুপুর ৩টে ২৮ পর্যন্ত। এদিন থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। নিজের পূর্ব পুরুষদের আত্মার শান্তির জন্য পিতৃপক্ষে তর্পণ, শ্রাদ্ধ, পিন্ডদান করা হয়।
হিন্দু শাস্ত্রে ১৩৩ কোটি শক্তির পুজোর কথা উল্লেখ আছে। বিভিন্ন তিথিতে পুজিত হন বিভিন্ন দেবতা। বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা নামে পুজিত হন তাঁরা। এই সকল পুজোর জন্য রয়েছে আলাদা আলাদা তিথি। পূর্ণিমা ও অমাবস্যার সময় হিসেব করে এই তিথি নির্ধারণ করা হয়। তেমনই বিভিন্ন মাসে পুজিত হন বিভিন্ন দেবতা। সেই তিথি অনুসারে, আজ পালিত হচ্ছে ভাদ্র পূর্ণিমা।
হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা ৯ সেপ্টেম্বর ৬টা ৭ মিনিট থেকে শুরু হয়েছে এই শুভ তিথি। চলবে ১০ সেপ্টেম্বর শনিবার দুপুর ৩টে ২৮ পর্যন্ত। এদিন থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ। নিজের পূর্ব পুরুষদের আত্মার শান্তির জন্য পিতৃপক্ষে তর্পণ, শ্রাদ্ধ, পিন্ডদান করা হয়।
ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে অনেকে ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনে নির্দিষ্ট নিয়ম আছে। জেনে নিন কীভাবে ব্রণ পালন করা হয়।
এই ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমার দিন সকালে উঠে স্নান করুন। এবার নতুন বস্ত্র পরুন। চাইলে নতুনের বদলে কোনও পরিষ্কার বস্ত্রও পরতে পারেন। এবার ঠাকুর ঘর পরিষ্কার করুন। তারপর চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। স্থাপন করুন সত্যনারায়ণের মূর্তি। এরপর পুজোর জন্য পঞ্চামৃত ও প্রসাদ তৈরি করু। এই দিন সত্যনারায়ণের ব্রত পাঠ করা হয়। তাই সত্যনারায়ণের মূর্তিতে ফুল অর্পন করুন। তারপর পাঠ করুন সত্যনারায়ণের ব্রত। হয়ে গেলে সত্যনারায়ণ, শিব, মা লক্ষ্মী, পার্বতীর আরতি করুন। তারপর ভোগ নিবেদন করুন। কিছুক্ষণ পর সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন।
ভাদ্র পূর্ণিমার শুভ তিথিতে লক্ষ্মী ও নারায়নের পুজো করলে সংসারে আর্থিক উন্নতি ঘটে। দূর হয় সকল বাধা। জীবনের সকল জটিলতা কেটে যায়। তাই এবছর ভাদ্র পূর্ণিমার শুভ তিথিতে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মী ও নারায়নের আরাধনা করুন। এতে ঘটলে উন্নতি। এদিকে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব। রাধা অষ্টমী থেকে বিশ্বকর্মা পুজো- রয়েছে একাধিক উৎসব। ১১ সেপ্টেম্বর রবিবার হল আশ্বিন মাসের শুরু। এদিন পালিত হবে কৃষ্ণ প্রতিপদ। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। তিথি অনুসারে, মহালয়া পড়েছে এবার ২৪ সেপ্টেম্বর শনিবার রাত ২/৫৫/৩৯ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এবং ২৫ সেপ্টেম্বর রবিবার ৩/২৪/১৭ মিনিট পর্যন্ত থাকছে।
আরও পড়ুন- দুর্গা পুজোর আগে কাটান আর্থিক সমস্যা, বাস্তু মতে ঘরে রাখুন এই জিনিসগুলি
আরও পড়ুন- পিতৃপক্ষের প্রথম দিনেই কাকতালীয়ভাবে শনি পূজা, অর্ধসতী চলছে এই রাশিগুলির