গুরুর জন্য একলব্য নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলেছিলেন গুরু ভক্তি এমনি জিনিস, অভিনেত্রী দেবশ্রীও দিলেন নিজের গুরু-দক্ষিণা,নিজের গুরুর জন্য শারীরিক অসুস্থতা কে তোয়াক্কা না করেই প্রবল জ্বর গায়ে তাঁর গুরু-সম প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। দেবশ্রী যে তাঁর মানসকন্যা! নিঃসন্তান ছিলেন পরিচালক, তাঁর শেষ ইচ্ছা ছিল তাঁর তিন মানসকন্যা অর্থাৎ মৌসুমী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, এবং দেবশ্রী রায় যেন তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। মহুয়া রায়চৌধুরী তো নেই, ফলে গুরুর ইচ্ছাপূরণ করতে এগিয়ে এসেছেন তাঁর মানসকন্যা দেবশ্রী। দেবশ্রী জানান যে তরুণ মজুমদার যেদিন মারা যান সেদিন প্রয়াত পরিচালককে শেষবারের মতন দেখে এসে তিনি ঠান্ডা জলে স্নান করেন তারপর থেকে প্রবল জ্বর ও সর্দি কাশি তে ভুগছেন অভিনেত্রী।