২০১১ সালের জুন মাস। ওয়েস্ট ইন্ডিজের (West Indies)বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে প্রথম অভিষেক হয়েছিল তরুণ বিরাট কোহলির (Virat Kohli)। তার আগে একদিনের ক্রিকেট বেশ অনবদ্য ইনিংস খেলে ফেলেছিলেন। কিন্তু তখনও অনেকেই ভাবেনমি লাল বলের কঠিন পরীক্ষাতেও একইভাবে উত্তীর্ণ হবেন এই তরুণ ডান হাতি ব্য়াটসম্য়ান। তারকা খোচি ভারতীয় টেস্ট দলে (Indian Test Team)অল্প সময়ের মধ্যেই নিজের চওড়া ব্য়াট ভর করে জায়গা পাকা করে ফেলেন বিরাট কোহলি। ২০১১ সালের ওয়েস্ট ইন্ডিজ টেস্টে অভিষেকের পর কেটে গিয়েছে ১১ বছর। সেদিনের ছোট্ট চারা গাছ আজ হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটে মহীরুহ। মাঝে ভারতীয় দলকে সাফল্য়ের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ৬৮টি টেস্ট ম্য়াচ খেলেছেন ভারত অধিনায়ক হয়ে। সেই বিরাট কোহলিই শুক্রবার নিজের টেস্ট কেরিয়ারের শততম ম্য়াচ খেলছেন। এখনও পর্যন্ত ৯৯টি টেস্ট ম্য়াচে ১৬৮টি ইনিংসে বিরাট কোহলির মোট সংগ্রহ ৭৯৬২ রান। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর ২৫৪ রান। শতরান করেছেন ২৭টি। অর্ধশতরান করেছেন ২৮টি। ক্যাচ ধরেছেন ১০০টি। টেস্টে বিরাটের দ্বিশতরানের সংখ্যা সাতটি। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে বিরাট কোহলির ব্য়াটে সেঞ্চুরি না থাকলেও, মোহালিতে (Mohali)কোহলির ব্য়াটে 'বিরাট' সেঞ্চুরি দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।