• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

তালিবানের হাত থেকে বাঁচতে - কাবুল বিমানবন্দরে এই কাজ করতে বাধ্য হলেন শত শত মহিলা, দেখুন

Sep 03 2021, 07:32 PM IST

গত ১৫ অগাস্ট আফগান রাজধানী কাবুল দখল করেছিল তালিবানরা। আর তারপর থেকে দেশ ছেড়ে পালানোর জন্য বহু আফগান নাগরিককেই মরিয়া চেষ্টা নিতে দেখআ গিয়েছিল। বেশ কয়েকজন বিমানের চাকার সঙ্গে নিজেদের বেঁধে অন্য দেশে পাড়ি দিতে গিয়ে, বহু উঁচু থেকে পড়ে মারাও গিয়েছেন। এবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, তাদের এক প্রতিবেদনে, দেশত্যাগের জন্য আফগানদের মরিয়া প্রচেষ্টার আরও এক উদ্বেগজনক দিক তুলে ধরল। তাদের দাবি, দেশ ছাড়ার জন্য বাধ্য হয়ে গত কয়েকদিনে কাবুল বিমানবন্দরের বাইরেই বিয়ে করেছেন বহু আফগান মহিলা। 
 

Top Stories