রাজ্যে ৪ বিধানসভা আসনে উপনির্বাচন (by-Election)। শনিবার সকাল থেকেই চলছে ভোট। কোভিড বিধি (Covid rules) মেনে ভোট চলছে সবখানে। গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটায় উপনির্বাচন। একসঙ্গে বুথে ৪ জনের বেশি ভোটদাতা নয়, এমনই বিধি জারি করেছে নির্বাচন কমিশন। বিধি অমান্য করেই বুথের মধ্যে অতিরিক্ত ভিড়ের অভিযোগ। করোনার কথা মাথায় রেখে ভোটকেন্দ্রে রাখা হয়েছে থার্মাল গান, স্যানিটাইজার। বুথের মধ্যে মাস্ক পরে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পরে যাচ্ছেন না তাদের মাস্ক দেওয়া হচ্ছে। ভোটকর্মীদের ফেস শিল্ডও দেওয়া হয়েছে। এই খড়দহ কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee)। সেখানে তাঁর বিপরীতে রয়েছেন বিজেপির জয় সাহা। সকাল থেকেই সেখানে উত্তেজনা দেখা গিয়েছে। তবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই জানিয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টপোধ্যায়।