দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের রথতলা এলাকার বাসিন্দা স্নিগ্ধা সমাজদার। বাবা পেশায় ব্যবসায়ী৷ ছেলেবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসে স্নিগ্ধা। বর্তমানে স্নিগ্ধা কলকাতার একটি কলেজে বি ফার্ম নিয়ে পড়াশোনা করছে। তবে করোনার জেরে বাড়িতে বসেই চলছে তাঁর পড়াশোনা। পড়াশোনার ফাঁকে বাড়িতে অবসর সময়কেই কাজে লাগিয়েছে স্নিগ্ধা। নতুনত্ব কিছু করার চেষ্টায় হাতের মধ্যেই ফুটিয়ে তুলেছে পশু পাখির মুখ। তবে মা বাবার সাহায্য ছাড়া রেকর্ড গড়া সম্ভব হত না, জানালেন স্নিগ্ধা। স্নিগ্ধার এই সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্যরা। স্নিগ্ধার বাবা জানালেন ছোট থেকেই মেয়ে আঁকতে ভালোবাসে। ভবিষ্যতে সে আরও উন্নতি করুক সেটাই তিনি চান। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে খুশি স্নিগ্ধ, তবে, ভবিষ্যতে আরও বড় কিছু করার স্বপ্ন চোখে নিয়েই এগিয়ে চলেছে এখন বালুরঘাটের স্নিগ্ধা সমাজদার।