• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
04:29

Transparent Governance in Goa- 'গোয়া বিউটিফুল প্লেস', গোয়ায় নতুন দিশা দেখালেন মমতা

Oct 29 2021, 09:22 PM IST

তিন দিনের গোয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া সফরের প্রথম দিনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। গোয়ায় যেতেই তৃণমূল কংগ্রেসে বড় যোগ। শুক্রবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)। সকাল গড়িয়ে দুপুর হতেই আরও বড় চমক। এদিনই পানাজিতে সাংবাদিক বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন প্রখ্য়াত টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন গোয়ায তিনি বলেন "Goa is a beautiful place". এরপরেই তিনি গোয়ায় নতুন দিশা দেখান। সেখানে গোয়ার মানুষের জন্য কাজ করার কথাও বলতে শোনা যায় তাঁকে। সেখানকার যুবদের কথাও তিনি ভাবছেন বলে জানান। 

05:05

Kali Puja 2021 - ২৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে সুন্দরবনের অরণ্য কালীর পুজো

Oct 29 2021, 07:56 PM IST

২৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে সুন্দরবনের অরণ্য কালীর পুজো। সুন্দরবনের হাড়োয়ার খলিসাদি গ্রামে রয়েছে এই অরণ্য কালী মন্দির। এই অরণ্য কালীর মন্দির ঘিরে রয়েছে এক কাহিনিও। লোক মুখে শোনা যায় আড়াইশো সেখানে বিদ্যাধরী নদীতে বন‍্যা হয়। সেই সময় বন্যায় ভাসছিল সুন্দরবন। মঙ্গল কামনায় এক সাধু তখন অরণ‍্য কালীর যজ্ঞ শুরু করেন। আজও সেখানে চলে আসছে এই অরণ্য কালীর পুজো। গ্রামের ভট্টাচার্য পরিবারের সদস্যরা আজও পুজো করে চলেছেন। প্রতি বছর কালী পুজোর সময় গ্রামের মানুষ পুজোয় মেতে ওঠেন। দূর-দূরান্ত থেকে সেখানে মানুষ যান অরণ্য কালীর পুজো দেখতে। গ্রামবাসীদের বিশ্বাস এখানকার মা কালী খুবই জাগ্রত, এক মনে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এখানে পশুবলির পাশাপশি ফলও বলি দেওয়া হয়। ২০২০ সালে করোনা মহামারীর জেরে নিয়ম রক্ষার্থে পুজা হয়। এবছরও সেখানে করোনা বিধি মেনেই পুজো হয়।
 

03:17

Restrictions to control covid- করোনার হাত থেকে মানুষকে বাঁচাতেই কড়া পদক্ষেপ, মাস্ক অভিযানে পুলিশ

Oct 29 2021, 07:22 PM IST

মাস্ক অভিযানে বিধাননগর পুলিশ (Police)। শুক্রবার সকাল থেকেই লেকটাউন (Lake town) এলাকায় মাস্ক অভিযানে নামে লেকটাউন থানার পুলিশ। মাস্ক ছাড়া পথচারীদের আটক করে পুলিশ। লেকটাউন থেকে যশোর রোড গামী রাস্তায় বাস থামিয়ে অভিযান চালায় পুলিশ। বাসে মাস্ক ছাড়া যাত্রীদেরও আটক করে  লেক টাউন থানার পুলিশ। বাসে যাতে মাস্ক ছাড়া কেউ না উঠতে পারে সেই নির্দেশ দেওয়া হয় কন্ডাক্টরদের। অভিযান চালানো হয় লেকটাউন মার্কেটেও। মার্কেটেও মাস্ক ছাড়া কাউকে দেখলেই তাদের বাজার থেকেই গ্রেফতার করে পুলিশ। এর পাশাপশি মাস্ক (mask) ছাড়া বাইক চালকদেরকেও গ্রেফতার করা হয়। অনেককে আবার নিজের হাতে মাস্কও পরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, করোনার প্রকোপ বৃদ্ধির কারণেই এই কড়াকড়ি। সারা সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলেও পুলিশ সূত্রে খবর। তবে শুধু লেকটাউন থানা নয় পুরো বিধাননগর পুলিশ কমিশনারেট অঞ্চলে এই মাস্ক অভিযান হবে বলেও পুলিশ সূত্রে খবর।

04:29

India Book of Records- রং‐তুলির টানে হাতের মধ্যেই হুবহু জীবন্ত পশু‐পাখির মুখ, রেকর্ড বুকে নাম তুললেন স্নিগ্ধা

Oct 29 2021, 05:35 PM IST

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) শহরের রথতলা এলাকার বাসিন্দা স্নিগ্ধা সমাজদার। বাবা পেশায় ব্যবসায়ী৷ ছেলেবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসে স্নিগ্ধা। বর্তমানে স্নিগ্ধা কলকাতার একটি কলেজে বি ফার্ম নিয়ে পড়াশোনা করছে। তবে করোনার জেরে বাড়িতে বসেই চলছে তাঁর পড়াশোনা। পড়াশোনার ফাঁকে বাড়িতে অবসর সময়কেই কাজে লাগিয়েছে স্নিগ্ধা। নতুনত্ব কিছু করার চেষ্টায় হাতের মধ্যেই ফুটিয়ে তুলেছে  পশু পাখির মুখ। তবে মা বাবার সাহায্য ছাড়া রেকর্ড গড়া সম্ভব হত না, জানালেন স্নিগ্ধা। স্নিগ্ধার এই সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্যরা। স্নিগ্ধার বাবা জানালেন ছোট থেকেই মেয়ে আঁকতে ভালোবাসে। ভবিষ্যতে সে আরও উন্নতি করুক সেটাই তিনি চান। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) নাম তুলে খুশি স্নিগ্ধ, তবে, ভবিষ্যতে আরও বড় কিছু করার স্বপ্ন চোখে নিয়েই এগিয়ে চলেছে এখন বালুরঘাটের স্নিগ্ধা সমাজদার।


 

02:45

Mama Banerjee in Goa- গোয়াতেও মমতার 'খেলা হবে', দিদির কথায় সায় দিলেন লিয়েন্ডার

Oct 29 2021, 04:00 PM IST

তিন দিনের গোয়া (Goa) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারই পাহাড় ছেড়ে গোয়ার উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই পানাজিতে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে গোয়ার মানুষদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোঙ্কাণি ভাষায় কথাও বলতে শোনাযায় তাঁকে। সেখানে গোয়ার মানুষের জন্য কাজ করার কথাও বলতে শোনা যায় তাঁকে। আর এই গোয়া সফরের প্রথম দিনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। শুক্রবার পানাজিতে সাংবাদিক বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন লিয়েন্ডার পেজ। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হাত ধরেই তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি। সকাল গড়িয়ে দুপুর হতেই বড় চমক। 

01:49

Leander Paes Joins TMC - গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক, ঘাসফুলের পতাকা হাতে নিলেন লিয়েন্ডার

Oct 29 2021, 02:39 PM IST

তিন দিনের গোয়া (Goa) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবারই পাহাড় ছেড়ে গোয়ার উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই পানাজিতে তৃণমূল কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে গোয়ার মানুষদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোঙ্কাণি ভাষায় কথাও বলতে শোনাযায় তাঁকে। সেখানে গোয়ার মানুষের জন্য কাজ করার কথাও বলতে শোনা যায় তাঁকে। আর এই গোয়া সফরের প্রথম দিনেই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি। শুক্রবার পানাজিতে সাংবাদিক বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন লিয়েন্ডার পেজ। তাঁর সঙ্গে সেখানে ছিলেন ডেরেক ও’ব্রায়েন। এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হাত ধরেই তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি। সকাল গড়িয়ে দুপুর হতেই বড় চমক। 

02:12

Fire Crackers Ban - কালী পুজোর আগে বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ

Oct 29 2021, 12:02 PM IST

সামনেই কালী পুজো (Kali puja) আর তার আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল ভাঙড় (Bhangar) থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় সুন্দিয়া এলাকায় বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় তাপস সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকায়। প্রায় তিন হাজার শব্দবাজি (চকলেট বোম) ছিল বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি অনান্য বাজিও পাওয়া গিয়েছে তাঁর কাছ থেকে। বিক্রি করার অভিপ্রায় নিয়েই এই বাজি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, পরিবেশ দূষণ রোধ করতে এবার দীপাবলিতে শুধুই পরিবেশ বান্ধব বাজি ফাটানোর নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পশ্চিমবঙ্গে শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে, জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যসব ধরনের বাজিতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এর পরেও উদ্ধার বিপুল পরিমাণ শব্দবাজি। তবে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

03:11

Covishield- দু'দফায় বঙ্গে এল মোট ৩৯ লক্ষ কোভিশিল্ড

Oct 29 2021, 11:33 AM IST

বৃহস্পতিবার সন্ধ্যার বিমানে কলকাতা বিমানবন্দরে এল ৩৪ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট থেকে পাঠানো হয় এই ভ্যাকসিন। কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয় এই ভ্যাকসিন। বৃহস্পতিবার রাতের বিমানে আরও ৫ লক্ষ ৫০ হাজার কোভ্যাকসিন আসে। সব মিলিয়ে মোট ৩৯ লক্ষ ভ্যাকসিন এসেছে রাজ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবারের ভ্যাকসিন বাদ দিলে রাজ্যের কাছে আগেই ছিল ৪২ লক্ষ ভ্যাকসিন এবং বৃহস্পতিবারের ভ্যাকসিন পাওয়ার পর প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন থাকবে রাজ্যের কাছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এত পরিমাণ ভ্যাকসিন পেয়ে একপ্রকার খুশি স্বাস্থ্য দপ্তরে আধিকারিকরা তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের ১০০ কোটি ডোজের মাইলফলক পার করেছে ভারত। সেই কথা নিজে মুখে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের সমস্ত মানুষকে করোনা টিকা দেওয়াই একমাত্র লক্ষ্য কেন্দ্র সরকারের।

03:24

Kali Puja 2021 ‐ এখানে থাকা মা মহাময়া ডাকাতদের কাছে ছিল উপাস্য, গোকনা কালী মন্দিরের রোমহর্ষক কাহিনি

Oct 28 2021, 10:10 PM IST

বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া ব্লকের যদুরআঁটী দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের গোকনা গ্রাম। এই গ্রামেরই বহু পুরনো এবং জাগ্রত গোকনা কালী মন্দিরের (Kali temple) মা ভবানী। অনেক ইতিহাস এবং ঐতিহ্যমন্ডিত তথ্য জড়িয়ে রয়েছে এই কালী মন্দির ঘিরে। জমিদারী আমল থেকে চলে আসছে এই পুজো, বর্তমানে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগেই কালী পুজোর দিন সাড়ম্বরে কালী মাতার আরাধনা হয় এখানে। দুর্গাপুজোর পর থেকেই শুরু হয় এই মন্দিরে কালী পুজোর প্রস্তুতি। গোকনার মা ভবানীকে ঘিরে রয়েছে এক রোমহর্ষক কাহিনি। এই পুজো শুরুর গল্প নিয়ে রয়েছে মতভেদ। টাকির জমিদারদের কাছ থেকে পত্তনী পেয়ে হালদাররা এখানে বসবাস শুরু করে। তারাই এখানে খড়ের গাদার তলার থানের আকারে ছোট কালী মাতার পুজো করতেন। মা ভবানীর মন্দিরটা পাকাপাকি নির্মাণ হয় ১৩১৯ সালের ১৬ বৈশাখ। আজও ধুমধাম করে এখানে কালী পুজো হয়। বহু মানুষ এখানে পুজো দেখতে ভিড় জমান।
 

01:35

Suvendu Adhikari‐ 'তদন্তের দরকার নেই, তিস্তার মৃত্যু দুর্ঘটনা', বললেন শুভেন্দু

Oct 28 2021, 09:51 PM IST

দিঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস। কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ছিলেন তিনি। জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় ঘটে এই ঘটনা। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত্যুর তদন্তের দাবিও জানিয়েছে বিজেপি। এই ঘটনা নিয়েই এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তমলুকের একটি অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখানে গিয়েই এই বিষয় নিয়ে একাধিক কথা বলেন তিনি। নিমতৌড়ির ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারি বলেন, এটা কমপ্লিট অ্যাক্সিডেন্ট। এই ঘটনার তদন্তের দরকার নেই বলেই তিনি জানান। সেই সঙ্গেই তিনি বলেন, 'তবে সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের  ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে লাগানো হয়েছে এটা ঠিক নয়।' সিভিক ভলেন্টিয়ারদের উপযুক্ত ট্রেনিং দিয়ে কাজে লাগানোর কথা এদিন বলেন তিনি। পাশাপাশি তিস্তা বিশ্বাসের অকাল প্রয়াণে তিনি শোকাহত সেই কথাও জানান।

Top Stories