বিজেপি বিরোধিতায় পারছেন না কংগ্রেস, দাবি রাজেশপতি-র। কংগ্রেস আগে সব জায়গায় আন্দোলনে ছিল, বললেন রাজেশপতি। সময় যত এগোচ্ছে কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটাই দাবি রাজেশপতির। তৃণমূলে যোগ দিয়ে এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ভরসা করছে বিক্ষুদ্ধ কংগ্রেসীরা। উত্তরপ্রদেশে সংগঠন না থাকলেও তৃণমূল সাড়া দিয়েছে, বললেন মমতা। হাথরস থেকে লাখিমপুরকাণ্ডে তৃণমূল আগে ঘটনাস্থলে গিয়েছে, এদিন এমনটাই বলতে শোনাগেল মমতাকে।