• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
01:50

প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতার কথা জানালেন ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক

Aug 17 2021, 05:59 PM IST

চলতি মাসেই শেষ হয়েছে টোকিও অলিম্পিক্স ২০২০। অলিম্পিক্সের হাত ধরে এবার ভারতের ঘরে এসেছে একাধিক পদক। ৪১ বছর পর অলিম্পিক্সের মঞ্চে এবার পদক জিতেছে ভারতীয় হকি দল। টোকিওতে ভারতীয় হকি দলের এই সাফল্যে নিয়ে প্রশংসা করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে ভারতীয় হকি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেও আরও একবার টোকিওতে সাফল্যের প্রশংসা করেন মোদী। প্রধামন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তের কথাই জানালেন ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ।     

Top Stories