মাঝে মধ্যেই নিখোঁজ হতে তাকে গবাদি পশু বা হাঁসা-মুরগি। কখনও সখনও হাঁস-মুরগির পালক আর রক্ত মেলে। জঙ্গলে রয়েছে একাধিক বন্য প্রাণী- ভালুক থেকে শুরু করে হায়েনা, নেকড়ে, হাতি। কখনও সখনও মেলে বড় গবাদি পশুর হাড়-গোড়-কঙ্কাল। এভাবেই জঙ্গল ও জঙ্গলের বাসিন্দাদের সঙ্গে নিয়েই সহবাস করে কোটশিলার মানুষ।