উত্তরপ্রদেশে জন্ম নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui )। ছোটবেলায় উত্তরপ্রদেশের যে বাড়িতে নওয়াজ বড় হয়েছেন হুবহু সেই বাড়ির আদলেই এই বাড়িটি তৈরি করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। বাড়ি তৈরির সময় বিপুল পরিমাণ টাকা যেমন খরচ করেছেন তেমনই সবটাই নিজে দায়িত্ব নিয়ে করেছেন নওয়াজ উদ্দিকি (Nawazuddin Siddiqui ) । সম্প্রতি সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, আজকে আমার বাথরুমটা যতটা বড়, ঠিক ততটুকু ঘরে এক সময়ে আমি থাকতাম। কিন্তু যখন আমি মুম্বইতে আসি, তখন চারজন অভিনেতার সঙ্গে রুম শেয়ার করতাম। সেই ঘরটা এতটাই ছোট ছিল যে দরজা খুললেও কারোর পায়ে লেগে যেত। সবাই মিলে একসঙ্গেই মাটিতে শুতাম। তারপর আস্তে আস্তে তিনজনের সঙ্গে নিজের রুম শেয়ার করতাম। এরপর দুজনের সঙ্গে থাকতে শুরু করি। এবং ২০০৫ সাল থেকে সম্পূর্ণ একা থাকতে শুরু করি। যদি এই বাংলোটা আমার বাবা দেখে যেতে পারতেন, তাহলে খুবই ভাল লাগত। আধুনিক ডিজাইন নয়, বরং পুরোনো আমলের টানা বারান্দা এবং গাছপালা ভর্তি বাগানে সুসজ্জিত নওয়াজের প্রাসাদ 'নবাব' ।