কেকে-র মৃত্যুর পর থেকে অভিযোগের তির উঠেছে গায়ক রূপঙ্কর বাগচি এবং নজরুল মঞ্চের কর্তৃপক্ষের অব্যবস্থার উপরে। কেকে-র অনুষ্ঠানের কয়েকটি ভিডিও দেখেই ফেসবুকে একটি লাইভ করেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। সেই লাইভেই রূপঙ্কর বলেন, কেকে দারুণ গায়ক। কিন্তু ওর এই লাইভ শো -দেখে আমি অনুভব করলাম। আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যারা যারা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেল কেকে-র যা পজিশন তেমন কলকাতাতেও অনেক গায়ক গায়িকা রয়েছেন যেমন আমি, অনুপম, ইমন, রাঘব, সোমলতা, উজ্জ্বয়িনী, রূপম তারা সবাই কেকে-র থেকে ভাল গান গাই। একথা বলেই রূপঙ্কর দর্শকদের প্রশ্ন করেন আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যে কোনও কেকে এর থেকে কম না বরং পারফরমেন্সে কেকে-র থেকে অনেক বেটার তাহলে বম্বে নিয়ে এত কিসের উত্তেজনাস কতদিন ঘুরবেন এই বম্বের পিছনে?এবার তো একটু বাঙালি হোন। এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেন তিনি কেকে-র প্রসঙ্গে এমন মন্তব্য করলেন , আর কেনই বা বাংলার শিল্পীদের সঙ্গে কেকে-র তুলনা টানলেন,এই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত রূপঙ্কর। তবে কেকে-র মৃত্যুর পরই সুর বদলে নিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী।