"ছত্রপতি" শিবাজী মহারাজকে বলা হয় ভারতীয় নৌবাহিনীর জনক।তিনিই প্রথম ভারতীয় রাজা যিনি ৭০০ জাহাজ সম্বলিত একটি আধুনিক নৌবহর গড়ে তোলেন। কারণ তিনি বুঝেছিলেন, শত্রুদের পরাজিত করতে আধুনিক নৌবহর কতটা জরুরি। দাক্ষিণাত্যের একাধিক সম্রাটের ছিল বিশাল বিশাল নৌবহর। আজও ভারত সেই ধারাকে সসম্মানে টিকিয়ে রেখেছে। ভারতীয় নৌসেনা দিবসে নৌবাহিনীর কিছু অজানা কথা শোনাচ্ছেন অনিরুদ্ধ সরকার ।