সালটা ছিল ২০১২। সেই সময় গ্রুপ সেক্স নিয়ে পুতিনের মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিশ্ব। কারণ তিনি গ্রুপ সেক্সকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। রাশিয়ান টুডে নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট করে জানিয়েছিলেন, অনেকেই গ্রুপ সেক্স পছন্দ করেন। তাদের মত একা বা দুটি মানুষের যৌনতার তুলনায় গ্রুপসেক্স অনেক ভালো।