অভিযুক্ত বিধু সোয়াইন মূলত পঞ্জাব, দিল্লি, অসম, ঝাড়খণ্ড ও ওড়িশ্যার মহিলাদের সঙ্গেই প্রতারণা করেছে। সে বেছে বেছে মধ্যবয়সী ও বিবাহবিচ্ছিন্না নারীদের লক্ষ্য করেই টোপ ফেলত। নিজেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে মধ্যবয়সী কিছুটা একা এমন মহিলাদের টার্গেট করত।