পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2022) দ্বিতীয় দিন। দেশের তিনটি রাজ্যে ১৬৫ কেন্দ্রে ভোট গ্রহণ হবে সোমবার। সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ (Vote castineg) শুরু হবে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। উত্তর প্রদেশের (UP Elections 2022) দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ৫৫টি আসনে।