ছাত্র ছাড়াও অনেকেই দেবী সরস্বতী পূজা করে এবং তাঁর কৃপা পাওয়ার চেষ্টা করেন কারণ তিনি বিদ্যা ও বুদ্ধির দেবী। কিন্তু জানেন কি এমন কিছু ফুল আছে, যে ফুল নিবেদন করলে খুব খুশি হন দেবী সরস্বতী। তিনি সহজেই তার ভক্তের ডাক শুনতে পান এবং তার প্রতি কৃপা করেন। জেনে নেওয়া যাক, কেন মা সরস্বতীর পুজোয় পলাশ ফুল অপরিহার্য।