সরকারি আইনজীবি অমিত প্রসাদ ২০২০ সালের ১৫-১৬ জানুয়ারি চাঁদবাগে অনুষ্ঠিত একটি বৈঠকের উদ্ধৃতি করে এদিনের শুনানি শুরু করেন। তিনি বলেছেন, এক সাক্ষীর বয়ান অনুসারে ডান্ডা, পাথর, লাল সঙ্কার গুঁড়ো, অ্যাসিড জোগাড় করা হয়েছিল। কিন্তু এই আন্দোলনকেই উমর খালিদরা শান্তিপূর্ণ আন্দোলন বলে দাবি করেছিল।