আসুন জেনে নেওয়া যাক কে এই হিরন্ময় ঘোষাল? হিরন্ময় ঘোষাল একজন সুলেখক, সাংবাদিক, অধ্যাপক এবং বিদগ্ধ পণ্ডিত মানুষ। এর পাশাপাশি অতি অবশ্যই একজন স্বাধীনতা সংগ্রামী। তিনিই প্রথম ভারতীয় যিনি পোল্যান্ডে গিয়েছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। পোলান্ড তখন যুদ্ধবিধ্বস্ত। যুদ্ধবিধ্বস্ত পোল্যাণ্ডের অভিজ্ঞতা নিয়ে প্রথন বই লিখলেন হিরন্ময়।