৩০ জানুয়ারি, ১০ ফেব্রুয়ারি, এবং ২২ ফেব্রুয়ারি - এই তিনদিন পূর্ব-মধ্য রেলের (East Central Railway) ধানবাদ - গোমো বিভাগের (Dhanbad-Gomoh Section) দুই স্টেশনের মধ্যে, ৯ ঘন্টা করে ট্রেন চলাচল এবং বিদ্যুত সংযোগ বন্ধ থাকবে। তার জেরে বাতিল হল আসানসোল লাইনের বেশ কয়েকটি ট্রেন, অনেকগুলি চলবে ঘুরপথে।