Auto News: সারাংশ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবার চাল দিয়ে গাড়ি চালানোর মতো জ্বালানি বিপ্লবের দিকে এগিয়ে চললো দেশ। বর্তমানে ভারতের অধিকাংশ পেট্রোল পাম্পেই ই ২০ বিক্রি শুরু হয়ে গেছে।

Auto News: জ্বালানি খাতে আত্মনির্ভরতা অর্জনের পথে ভারত এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এরই মধ্যে চাল দিয়ে তৈরি ইথানল ব্যবহার করে গাড়ি চালানোর পরীক্ষায় সাফল্য পেয়েছে দেশ। জ্বালানি হিসেবে চাল ব্যবহারের এমন সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে।

বিজ্ঞান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রগতি হচ্ছে ভারতেরও। পেট্রোল, ডিজেলের ব্যবহার কমাতে বিকল্প জ্বালানির চাহিদা এখন তুঙ্গে। এক্ষেত্রে বড় সাফল্য পেয়েছে ভারতের বিজ্ঞানীরা। দেশের অধিকাংশ পেট্রোল পাম্পে শুরু হয়ে গিয়েছে ই২০ পেট্রোল বিক্রি। এই ই20 পেট্রোল হল এমন এক ধরনের মিশ্র জ্বালানি যাতে রয়েছে ৮০% পেট্রোল এবং ২০% ইথানল। এটি সাধারণ পেট্রোলের চেয়ে বেশি পরিবেশবান্ধব ও কার্বন নিঃসরণ কম করে।

ইথানল তৈরি হয় কী দিয়ে?

মূলত ভুট্টা, আখ, গম, ধান, চালের বর্জ্য ও গুড় থেকেই তৈরি হয় ই২০ পেট্রোল। আখ এবং ভুট্টা সবচেয়ে প্রচলিত উৎস হলেও, এবার চাল দিয়ে ইথানল তৈরির প্রয়াসে নতুন সম্ভাবনার দরজা খুলেছে।

FCI-এর বড় ঘোষণা

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) ২০২৫ সালে ৫.২ মিলিয়ন মেট্রিক টন চাল ইথানল উৎপাদনের জন্য বরাদ্দ করেছে। কারণ, এ বছর দেশে আখ উৎপাদন হ্রাস পাওয়ায় ভুট্টার উপর চাপ বেড়ে গিয়েছিল। চাল ব্যবহারে সেই চাপ কিছুটা কমে। ভারতের ধান চাষে অনুকূল আবহাওয়া থাকায় চাল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

* বর্তমানে ভারত বছরে প্রায় ৮০% অপরিশোধিত তেল আমদানি করে। ইথানল-ভিত্তিক জ্বালানি সেই নির্ভরতা কমাতে সাহায্য করবে।

* ইথানল কম কার্বন ডাই অক্সাইড নির্গমন ঘটায়, যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক।

* চাল, ভুট্টা, আখের মতো ফসলের ব্যবহার বাড়ায় কৃষকদের বিকল্প আয়ের উৎস তৈরি হচ্ছে।

* দেশের অভ্যন্তরে বায়ো-রিফাইনারি ও ইথানল উৎপাদন শিল্প বিকাশ পাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।