Nissan Cars: রেনল্ট ট্রাইবারের উপর অনেকটাই ফোকাসড এই মডেলটি। এবার নিশান একটি নতুন এমপিভি বাজারে আনতে চলেছে। চলতি বছরের শেষদিকেএটি লঞ্চ হবে বলে আশা করছেন অনেকে।   

Nissan Cars: বাজারে আসছে নিশানের নতুন মডেল।রেনল্ট ট্রাইবারের উপর অনেকটাই ফোকাসড এই মডেলটি। এবার নিশান একটি নতুন এমপিভি বাজারে আনতে চলেছে। চলতি বছরের শেষদিকেএটি লঞ্চ হবে বলে আশা করছেন অনেকে। 

নতুন এমপিভির একটি টিজার প্রকাশ করেছে জাপানি গাড়ি নির্মাতা নিশান মোটর ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, তাদের নতুন গাড়িটি বাজারে আসতে চলেছে। ভারতে তাদের ফিউচার পোর্টফোলিওর অংশ হিসেবে একটি নতুন বি-সেগমেন্ট এমপিভি আনার কথা আগেই ঘোষণা করে দিয়েছিল কোম্পানিটি। জানা যাচ্ছে, চলতি বছরের শেষদিকে গাড়িটির আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে বলে আশা করছেন অনেকেই।

টিজারে নতুন এমপিভি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি

তবে গাড়িটি সম্পর্কে কিছু তথ্য এই বছরের শুরুতে সামনে এসেছিল। এই সেভেন সিটার মডেলটি বর্তমান রেনল্ট ট্রাইবারের মতো একই সিএমএফ-এ প্লাস প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে নতুন গাড়িটির ডিজাইন এবং ইন্টেরিয়র কিন্তু আলাদা হবে। ভারতীয় বাজারে রেনল্ট ট্রাইবার, মারুতি আর্টিগাঁ, কিয়া কারেন্স এবং টয়োটা ইনোভা ইত্যাদি মডেলগুলির সঙ্গে এটি জোর টক্কর দিতে পারে।

ট্রাইবার এই মুহূর্তে দেশের সবচেয়ে কম দামের ৭-সিটার এমপিভি। যে গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬.৩০ লক্ষ টাকা থেকে। নিশানের গাড়িটির দামও প্রায় একইরকম হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি লঞ্চ হওয়া রেনল্ট ট্রাইবার ফেসলিফ্টের ডিজাইনও এই নিশান এমপিভিতে দেখা যেতে পারে। তবে অন্যান্য গাড়ির থেকে মডেলটিকে আলাদা করার জন্য এটিতে কিছু বাড়তি ফিচার থাকবে। 

নতুন গ্রিল এবং হেডল্যাম্প ডিজাইন এক রকম থাকতে পারে। তবে নীচের গ্রিলের দুই পাশে 'সি' আকৃতির বড় ফ্রন্ট বাম্পার থাকবে। পিছনে এলইডি টেল-লাইটের নতুন ডিজাইন থাকবে বলে আশা করা যায়। নতুন অ্যালয় হুইল এবং রুফ রেলও থাকবে এই এমপিভিটিতে।

ইন্টেরিয়র ডিজাইন কেমন হবে? 

ফেসলিফ্টেড ট্রাইবারের সকল নতুন ফিচার এই গাড়িতেও থাকবে বলে ধারণা করা হচ্ছে। রেনল্ট মডেলে থাকা নতুন ডিজিটাল কনসোল, ইনফোটেইনমেন্ট সিস্টেম ইত্যাদি নতুন এমপিভিতেও থাকবে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও ৭-সিটার লেআউটও প্রায় একইরকম থাকবে।

ট্রাইবারের মতোই ১.০ লিটারের তিনটি-সিলিন্ডারযুক্ত ইঞ্জিন থাকবে এই গাড়িটিতে। এই পেট্রোল ইঞ্জিন ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ৫-স্পিড ম্যানুয়াল অথবা এএমটি গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।