Royal Enfield: রয়্যাল এনফিল্ড ৩৫০-৭৫০ সিসি সেগমেন্টে নতুন মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইকটিও শীঘ্রই আসছে বলে খবর। অন্যদিকে, ৪৫০ সিসি, ৬৫০ সিসি, ৭৫০ সিসি বাইকের নতুন মডেলও বাজারে আসতে পারে।

Royal Enfield: আইকনিক টু-হুইলার ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড ৩৫০-৭৫০ সিসি সেগমেন্টে একাধিক নতুন মডেল আনতে চলেছে বলে খবর। সেইসঙ্গে, কোম্পানির নয়া ইলেকট্রিক বাইকও শীঘ্রই লঞ্চ হতে পারে। জানা যাচ্ছে, ভবিষ্যতের জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি, কোম্পানিটি তাদের বর্তমান বাইকগুলিকেও আপডেট করেছে। বর্তমানে কোম্পানির নজর নতুন সেগমেন্টের দিকে।

৪৫০ সিসি সিরিজ ডেভেলপ করার দিকেই রয়্যাল এনফিল্ড সবচেয়ে বেশি জোর দিচ্ছে বুলে সূত্রের খবর। কারণ, এই সেগমেন্টটি বর্তমানে রাইডারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সেইসঙ্গে, ৬৫০ সিসি এবং ৭৫০ সিসির মধ্যে নতুন বাইকের কাজও চালাচ্ছে কোম্পানি। তাই আগামী বছরগুলিতে গ্রাহকরা আরও বেশি সংখ্যক অপশন পাবেন। শুধু তাই নয়, কোম্পানি তাদের ৩৫০ সিসি সিরিজ, অর্থাৎ বুলেট ৩৫০, মিটিওর ৩৫০-কে নতুন রঙ এবং গ্রাফিক্স দিয়ে আপডেট করতে চলেছে বলেও খবর।

৪৫০ সিসি প্ল্যাটফর্মে নতুন একটি ক্যাফে রেসার বাইকও তৈরি করছে রয়্যাল এনফিল্ড 

আগামী ২০২৬-২০২৭ সাল নাগাদ এটি লঞ্চ হতে পারে। তবে সম্প্রতি লঞ্চ হওয়া ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০-এর সঙ্গে প্রতিযোগিতা করবে এই মডেলটি। এছাড়াও বুলেটের নতুন ভার্সন বুলেট ৬৫০ টুইনকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। এই বাইকটি আরও শক্তিশালী এবং সাশ্রয়ী মূল্যের হবে। যা রয়্যাল এনফিল্ডের টুইন সিলিন্ডার সিরিজেরও একটি অংশ হবে।

অপরদিকে, পেট্রোল ইঞ্জিনেই সীমাবদ্ধ থাকছে না কোম্পানির পরিকল্পনা। 'R' কোড নামে একটি নতুন ৭৫০ সিসি ইঞ্জিন প্ল্যাটফর্ম ডেভেলপ করার প্রস্তুতি নিচ্ছে তারা। কন্টিনেন্টাল GT-R প্রথম এই প্ল্যাটফর্মে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এটি ক্যাফে রেসার স্টাইলে আসবে বলে জানা গেছে। এদিকে, রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক সেগমেন্ট আনার ক্ষেত্রেও দ্রুত পরিকল্পনা করছে। রয়্যাল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক 'ফ্লাইং ফ্লি C6' লঞ্চ করতে পারে। ইলেকট্রিক স্ক্র্যাম্বলার এবং ইলেকট্রিক হিমালয়ানেরও কাজ চলছে বলে খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।