TVS Jupiter Electric Scooter: টিভিএস মোটর কোম্পানি নতুন একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। জুপিটার EV নামে বাজারে আসতে পারে এই স্কুটারটি। 

TVS Jupiter Electric Scooter: আইকিউবের সাফল্যের পর, টিভিএসের ইলেকট্রিক ভেহিকেল লাইনআপে যোগ হবে এটি। টিভিএস মোটর কোম্পানি নতুন একটি ইলেকট্রিক স্কুটার বাজারে লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। জুপিটার EV নামে আসতে পারে এই স্কুটারটি। 

টিভিএস এক্স ইতিমধ্যেই প্রিমিয়াম দামে পাওয়া যাচ্ছে। ২.৫০ লক্ষ টাকা এটির এক্স-শোরুম দাম এবং সীমিত সাপ্লাইয়ের কারণে বিক্রি কিছুটা কম হয়েছে। জুপিটার EV সাশ্রয়ী মূল্যের হবে বলেই আশা করা হচ্ছে।

জুপিটার ১১০, ১২৫ প্ল্যাটফর্ম ইতিমধ্যেই ইলেকট্রিক ভেহিকেলের জন্য উপযুক্তভাবেই তৈরি করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কের জায়গায় চার্জিং পোর্ট থাকবে একটি। জুপিটার EV, বাজাজ, ওলা ইত্যাদি কোম্পানির সঙ্গে জোর প্রতিযোগিতা দেবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ১.২ লক্ষ টাকার নিচের সেগমেন্টে এটি একটি বেশ ভালো মডেল হতে পারে।

অন্যদিকে, টিভিএস মোটর কোম্পানি একটি নতুন ৪৫০ সিসির টুইন-সিলিন্ডার মোটরসাইকেলও করছে। এছাড়া ইলেকট্রিক স্কুটার সহ আরও একাধিক নতুন মডেল শীঘ্রই লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। 

বিএমডব্লিউ মোটররাডের সঙ্গে যৌথভাবে ৪৫০ সিসির ইঞ্জিন তৈরির পরিকল্পনা করছে টিভিএস। প্রধানত নতুন ৪৫০ টুইন-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই বাইকটি তৈরি করা হবে। প্রসঙ্গত, বিএমডব্লিউ মোটররাড এফ ৪৫০ জিএস হল এই প্ল্যাটফর্ম ব্যবহারকারী প্রথম বাইক।

জানা যাচ্ছে, নতুন ৪৫০ সিসি মডেলটি একটি সুপারস্পোর্ট বাইক হতে চলেছে। এটি অ্যাপাচি RR এবং ৩১০ এর উপরেই থাকবে। এর নাম হতে পারে টিভিএস অ্যাপাচি RR ৪৫০। বর্তমানে ৩১০ সিসি প্ল্যাটফর্মটি বিএমডব্লিউ মোটররাডের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।