Yamaha NMax 155: স্কুটির বাজারে ঝড় তুলতে আসছে ডাউনশিফ্ট বাটনযুক্ত ইয়ামাহা এনম্যাক্স ১৫৫?
Yamaha NMax 155: ইয়ামাহা ২০২৬ সালে, তাদের NMax 155 Tech Max স্কুটারটি নতুন YECVT গিয়ারবক্সের সঙ্গে লঞ্চ করতে চলেছে। এটির প্রধান বৈশিষ্ট্য হল, বাইকের মতো একটি 'ডাউনশিফ্ট বাটন' মডেলটিতে যুক্ত করা হয়েছে।

ইয়ামাহা এনম্যাক্স ১৫৫ স্কুটার
যারা নতুন স্কুটার কেনার কথা ভাবছেন, তারা অবশ্যই জেনে নিন। ইয়ামাহা তাদের স্কুটির নতুন মডেল ইয়ামাহা এনম্যাক্স ১৫৫ (Yamaha NMax 155 Tech Max) লঞ্চ করতে চলেছে আগামী ২০২৬ সালে। মডেলটিতে নতুন YECVT গিয়ারবক্স দেওয়া হয়েছে।
নতুন YECVT গিয়ারবক্স আসলে কী?
নতুন YECVT গিয়ারবক্সটি সাধারণ CVT থেকে একটু আলাদা। এটিতে বাঁদিকের সুইচে একটি ডাউনশিফ্ট টগল বাটন রয়েছে। এই বাটনটি চাপলে স্কুটারটি সঙ্গে সঙ্গে স্পোর্ট মোডে চলে যায় এবং ইঞ্জিন দ্রুত রেভ হয়।
ডাউনশিফ্ট বাটন
এই NMax 155 মডেলে রয়েছে ১৫৫সিসি লিকুইড-কুলড ৪ভি ইঞ্জিন। সামনে ও পিছনে ডিস্ক ব্রেক এবং ৪.২-ইঞ্চি TFT ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। YECVT সিস্টেম মসৃণ ডাউনশিফ্ট এবং ভালো ইঞ্জিন ব্রেকিং অভিজ্ঞতা দেয় গ্রাহকদের।
স্পোর্ট মোড স্কুটার
এই নতুন ইয়ামাহা NMax 155 ভারতে আগামী ১১ই নভেম্বর, লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে, ইয়ামাহা এই মডেলটির টিজার প্রকাশ করেছিল। তবে, ভারতে আসা মডেলে YECVT ডাউনশিফ্ট সুবিধা থাকবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

