সংক্ষিপ্ত

  • সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েই নিঁখোজ পাঁচজন বন্ধু
  • উদ্ধারকাজে বেরলেন অভিনেতা অঙ্কুশ 
  • সঙ্গে রয়েছেন টলিউডের সুন্দরী দর্শনা বণিক
  • কীভাবে ফেরাবেন সেই পাঁচজনকে, উত্তর খুঁজবে 'মৃগয়া'

সমুদ্রসৈকতে আটকে থাকা পাঁচজন বন্ধুদের উদ্ধার করবে টলিউডের সুপারস্টার অঙ্কুশ হাজরা। ঘুরতে গিয়েছিলেন নিজের চার বন্ধুকে নিয়ে। জনমানবের জায়গা ছেড়ে দূরে যেতেই তৈরি হল সমস্যা। সমুদ্রসৈকতে পৌঁছতেই বিপদে পড়লেন অঙ্কুশ। রাস্তা হারিয়ে সেখানেই আটকে পড়ল তারা। সঙ্গে রয়েছেন টলিউডের সুন্দরী নায়িকা দর্শনা বণিকও। এবার ফেরার উপায় কি। কতদিন থাকতে হবে সেখানে। কিছুই জানা নেই। ট্রেন্ড হিসাবে অনেক তারকাকেই প্রশ্ন করা হয়, কোন মানুষের সঙ্গে কোনও দ্বীপে আটকে যেতে চায়। 

সেই সময় অনেকেই মজার ছলে অন্যান্য তারকাদের নাম নেওয়া হয়। তবে এখন আর মজা বলেই কিছু নেই। রহস্য রোমাঞ্চ ছবি নিয়ে আসছেন অঙ্কুশ। ছবির নাম 'মৃগয়া'। পরিচালক শৌভিক ভট্টাচার্যের মৃগয়া ছবিটি হল প্রথম অধ্যায়। যেখানে পাঁচজন বন্ধু সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিঁখোজ হয়ে যায়। তাদের খোঁজ চালাবে স্পেশ্যাল টাস্ক ফোর্সের তদন্তকারী অফিসার অঞ্জন সেনগুপ্ত। এই চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ। তাঁর স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন দর্শনা বণিক। 

আরও পড়ুনঃ'ট্রাম্পেরও IT Cell আছে নাকি', নরেন্দ্র মোদীকে তাক করে সাংসদ মিমির টুইট

View post on Instagram
 

 

পাঁচজনের পরিবারের পরিচিতি সমাজে বেশ আলাদা। উচ্চস্তরের ছেলে মেয়েই হল তারা। এদের নিখোঁজ হওয়ার পিছনে ষড়যন্ত্র নাকি অন্যকিছু লুকিয়ে, খোঁজ করবেন অঙ্কুশ। তবে 'মৃগয়া'তেই শেষ হবে না রহস্যের সন্ধান। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিক্যুয়েল আসবে বলে জানা গিয়েছে। এই থ্রিলার ছবিতে প্রথমবার দর্শনা কাজ করবেন অঙ্কুশের বিপরীতে। ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে সম্প্রতি। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে চারিদিকে। ২০২১ এই মুক্তি পাবে 'মৃগয়া'।