- চারহাত এক হতে চলেছে টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার
- অনির্বাণ ও মধুরিমাকে শুভেচ্ছা জানিয়েই নিজের কথা ফাঁস করেছেন অঙ্কুশ
- নিজেদের বিয়ের কথা সরাসরি ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন অঙ্কুশ
- তবে কি সত্যিই নতুন বছরে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল
খুব শীঘ্রই নাকি চারহাত এক হতে চলেছে টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার। আবারও সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা বাড়ালেন অঙ্কুশ। এবার আর কোনও রাখঢাক নয়,নিজেদের বিয়ের কথা সরাসরি ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন অঙ্কুশ। যদিও এই প্রথমবার নয়, তাদের বিয়ের গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। কিছু না কিছু ঘটলেই নানা কথা মাথাচাড়া দিয়ে ওঠে। তাদেরও তেমনটাই হয়েছিল।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্য বিবাহিত নবদম্পতি অনির্বাণ ও মধুরিমাকে শুভেচ্ছা জানিয়েই নিজের কথা ফাঁস করেছেন অঙ্কুশ। টুইটারে অভিনেতা জানিয়েছেন,'শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো' মুহূর্তের মধ্যে অনির্বাণকে করা এই পোস্ট নিয়েই কানাঘুষো চলছে টলিপাড়ায়।
Congrats bondhuu.. tomake dekhe ami thik korlam amio sere feli. 😉 .. shighroi jog dichi tomar dol e.. tomar real life Maloti ke nie sarajibon shukhe theko.. @AnirbanSpeaketh 🤗🤗 pic.twitter.com/A6GsfFoI0R
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 29, 2020
দীর্ঘ ১০ বছরে ধরে রিলেশনশিপে রয়েছেন টলিপাড়ার এই কাপল। তারপর বেশ কিছুদিন লিভ-ইনেও ছিলেন এই জুটি। টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে প্রেম নিবেদন করে থাকেন এই যুগল। তবে কি সত্যিই নতুন বছরে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। অঙ্কুশের পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান বিদেশ বিভুঁইয়ে। শুধু তাই নয়, দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন। রিয়েল লাইফ প্রেমিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। 'ম্যাজিক' নিয়ে রূপোলি পর্দায় ফিরছেন এই চর্চিত জুটি। বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 30, 2020, 10:51 AM IST