সংক্ষিপ্ত

  • অঙ্কুশের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রেমে বিপত্তি
  • সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল বাংলা ছবির নায়ককে 
  • একটি সংবাদপত্রে সাক্ষাৎকারকে ঘিরে বিতর্ক 
  • ট্রোল হওয়ার ঘটনায় মোটেও খুশি নন অঙ্কুশ

 

রেগে লাল টলিউডের ছোটবাবু। থুড়ি অঙ্কুশ। মানে নায়ক অঙ্কুশ। কিন্তু কেন খেপলেন নায়ক? এক সাক্ষাৎকারে বড় বড়াই করেছিলেন টলিউডের স্টারেদের। আর যান কোথায়। কারণ টলিউডের তারকাদের-কে উঁচু আসনে বসাতে গিয়ে হলিউডকে পাত্তা দেননি অঙ্কুশ। ব্যাস অঙ্কুশের বক্তব্যের সঙ্গে এখন ব্যাঙ্গাত্মক উক্তি পাঞ্চ করে শুরু হয়েছেে ট্রোল করা। আর এতেই রেগে কাঁই অঙ্কুশ। 

এক সংবাদপত্রে প্রকাশিত এই সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, 'আমি কোনওদিন রিমেকের বিরুদ্ধে নই। আ জেন্টলম্যান দেখে ভালো লেগেছিল। কিন্তু রিমেক মেকিং-এ জোর থাকা চাই। অ্যাভেঞ্জার্স-এ আলাদা কী আছে? মেকিং ছাড়া? কী সব দেখায়... আমি কিন্তু সুপারহিরোদের বিরুদ্ধে নই। আমার কাছে সুপারহিরো দেব-জিৎ-বুম্বাদা। আমাদের ইন্ডাস্ট্রিতে পয়সা এনে দিয়েছে। ওরাই আমার ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান।'

এই সাক্ষাৎকারট-কে ঘিরেই এখন ট্রোল হচ্ছেন অঙ্কুশ। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ তিনি। প্রকাশ্যে প্রতিবাদ করেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় জানান এটা দুর্ভাগ্য জনক যে একজন বাঙালি এটা বানিয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, 'বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা বা সুপারস্টাররা গরিব। তাই হাতেই মারপিট করতে হয়, ইলেক্ট্রিক হাতুরি লাগে না। বাঙালি হয়ে নিজের চলচ্চিত্র জগতকে আগে ভালো বাসা উচিৎ। তবেই এই শিল্প এগিয়ে যাবে।'