সংক্ষিপ্ত

  • পিতৃহারা হলেন অপরাজিতা অপু ধারাবাহিক খ্যাত রোহন ভট্টাচার্য
  •  বাবাকে হারিয়ে বড্ড ভেঙে পড়েছেন রোহন।
  •  কোনওভাবেই মানতে পারছেন না বাবা আর নেই।
  •  শোকার্ত রোহন সোশ্যাল মিডিয়ায় বাবার উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন
     

একজনের মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতেই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে অন্য  প্রিয়জনের মৃত্যুসংবাদ। চারিপাশ জুড়ে যেন শোকের ছায়া। গতকালই বাংলার বিখ্যাত নাট্যব্যক্তিত্ব সত্যজিতের বিমলা স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুতে গভীরভাবে শোকাহত সকলেই। এরই মধ্যেই জোড়া দুঃসংবাদ এল টলিপাড়ায়। বৃহস্পতিবার সকালেই বাবাকে হারিয়েছেন টলি অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়। সময় এগোতেই ফের পিতৃহারা হলেন অপরাজিতা অপু ধারাবাহিক খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য।

আরও পড়ুন-পদ্মার ইলিশ নাকি নবাবী বিরিয়ানি, জামাই আদরে কী পড়তে চলেছে পাতে, রইল সেলেব জুটির প্রথম ষষ্ঠীর ঝলক...

আরও পড়ুন-পরকীয়ার নেশায় মজে নুসরত, ব্যোমকেশই কি খুঁজে বার করবেন অভিনেত্রীর গর্ভের সন্তানের আসল বাবাকে...

আরও পড়ুন-বরুণ-নাতাশার কোলে এল নতুন অতিথি, বিয়ের ৪ মাসের মধ্যেই 'বাবা' হওয়ার সুখবর দিলেন ডেভিড পুত্র...

 

বাবাকে হারিয়ে বড্ড ভেঙে পড়েছেন রোহন। কোনওভাবেই মানতে পারছেন না বাবা আর নেই। শোকার্ত রোহন সোশ্যাল মিডিয়ায় বাবার উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখেছেন, 'আবার দেখা হবে বাপি, ততদিন খুব ভালো থাকো। আমাদের চিন্তা একদম করবে না, আমি সব সামলে নেবো, মা কে খুব ভালো রাখবো, আমিও ভালো থাকবো । আমি শুনেছি একটা খুব সুন্দর ঘিয়ে রঙের জায়গা আছে, খুব সুন্দর, তুমি যেমন পছন্দ করো, ওখানে তুমি থাকবে। আমাদের যখন আবার দেখা হবে, আমি তোমাকে অনেক গান শোনাবো, মোহাম্মদ রফির আহেসান তেরা হোগা মুঝপার। তোমার প্রিয় গান, অনেক গল্প শোনাবো, তোমার কাছ থেকে অনেক গল্প শুনবো। তোমার কাছে সারা রাত বসে গল্প শুনবো, যেমন শুনতাম'।

 

View post on Instagram
 

 

বাবাকে বলা হয়নি অনেক কথা। বাবার চলে যাওয়ায় আক্ষেপের সুরে বলেছেন, 'আমি তোমাকে কোনো দিন বলতে পারিনি বাপি, আজ বলছি, আমি খুব ভালোবাসি তোমাকে, খুব মিস করছি তোমাকে, যখনি ভাবছি তুমি আর ডাকবেনা, আর বকবে না, আর বলবে না যে আমাকে নিয়ে তোমার চিন্তা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে । কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাপি, আমরা সবাই খুব ভালো থাকবো, মা কে খুব ভালো রাখবো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো । তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো । তাড়াতাড়ি দেখা হবে ।' ভজগোবিন্দ থেকে অপরাজিতা -অপু একাধিক ধারাবাহিকেরই জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য।