সংক্ষিপ্ত

কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। সেরার আসন থেকে যেন কোনওভাবেই সরানো যাচ্ছে না ঋদ্ধি ও খড়িকে। বর্তমানে খড়ি ও ঋদ্ধি টানটান রসায়নে দেখতেই মুখিয়ে রয়েছে দর্শকদের। ঋদ্ধি ও খড়ির সম্পর্ক কোনওদিকে যেতে চলেছে তা নিয়েই উত্তেজনা যেন টগবগিয়ে ফুটছে। আর তাইতো প্রতি সপ্তাহেই নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।   একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
 

বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। বর্তমানে ধামাকাদার সেলিব্রেশন চলছে মনোহরাতে। একদিকে বাড়ির ছোট ছেলে স্যান্ডির বিয়ে, অন্যদিকে সদ্যই গতকাল ছিল মিঠাইয়ের উচ্ছেবাবুর জন্মদিন। তবে কোনও টুইস্টই যেন কাজে আসছে না। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান পেল না মিঠাই। যার ফলে মন খারাপ হয়েছে মিঠাই ভক্তদের।স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। টিআরপি তালিকায় বাজিমাত করেছিল সকলের প্রিয় মিঠাই রানি। তবে সেই রাজত্ব ধরে রাখতে পারেননি মিঠাই রানি।  নিজের জায়গা হাতছাড়া হয়ে গেছে ।  তবে প্রথম তিন-এ নিজের জায়গা ধরে রেখেছেন মেগা সিরিয়াল মিঠাই। 


কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। সেরার আসন থেকে যেন কোনওভাবেই সরানো যাচ্ছে না ঋদ্ধি ও খড়িকে। বর্তমানে খড়ি ও ঋদ্ধি টানটান রসায়নে দেখতেই মুখিয়ে রয়েছে দর্শকদের। ঋদ্ধি ও খড়ির সম্পর্ক কোনওদিকে যেতে চলেছে তা নিয়েই উত্তেজনা যেন টগবগিয়ে ফুটছে। আর তাইতো প্রতি সপ্তাহেই নিজেদের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন।   একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

গাঁটছড়া : ৮.১   (প্রথম)

মিঠাই: ৮.০ (দ্বিতীয়)

ধুলোকণা: ৭.৭ (তৃতীয়)

আলতা ফড়িং: ৭.৫  (চতুর্থ)

গৌরি এলো: ৭.৪ (পঞ্চম)

লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.১ (ষষ্ঠ)

মন ফাগুন: ৬.৬ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া: ৬.৪  (অষ্টম)

উমা: ৫.৯ (নবম)

আয় তবে সহচরী: ৫.৯ (নবম)

এই পথ যদি না শেষ হয় : ৫.৭ (দশম)

খেলনা বাড়ি : ৫.৭ (দশম)

চলতি সপ্তাহেও ৮.১ পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'। জনপ্রিয় ধারাবাহিক 'গাঁটছড়া'র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 'মিঠাই' । ৮.২ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে  'মিঠাই'। মিঠাই নয়, বরং  ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। তারপর থেকেই টিআরপি তালিকায় রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'।  ফের 'মিঠাই'-কে টপকে প্রথম স্থান দখল করে নিয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া'। (৭.৭) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'ধুলোকণা'। (৭.৫) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে স্থানে রয়েছে 'আলতা ফড়িং'। (৭.৪) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক 'গৌরি এলো'।(৭.১) পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।  (৬.৬) পয়েন্টে  সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক   'মন ফাগুন' । (৬.৪)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' ।  (৫.৯) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক 'উমা', 'আয় তবে সহচরী'। (৫.৭) পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' এই পথ যদি না শেষ হয়', ও সদ্য শুরু হওয়া ধারাবাহিক ' খেলনা বাড়ি ' ।
 

আরও পড়ুন-স্তন বার করে 'ব্রা'-র উপর জ্যাকেট চাপিয়েই পার্টিতে হাজির মালাইকা, অন্তর্বাস দেখাতেই চরম ট্রোলড

আরও পড়ুন-স্ট্র্যাপলেস টপ ঠিকরে বেরোচ্ছ বক্ষযুগল, সাগরপাড়ে ধুকপুকানি বাড়ালেন মোনালিসা

আরও পড়ুন-৫০ -এও এভারগ্রিন করণ, বুক খোলা জ্যাকেটে অন্তর্বাস দেখিয়ে পার্টির মধ্যমণি মালাইকা, রইল চাঁদের হাটের একঝলক