সংক্ষিপ্ত

প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবারেও বড়সড় চমক নিয়ে টিআরপি-র তালিকায়। এবারও পাকাপাকি শেষ হয়ে গেল মিঠাই-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল মিঠাইয়ের। এমন প্রশ্নই  কানাঘুষোতে শোনা যাচ্ছে। এই নিয়ে একটানা তিন সপ্তাহ ধরে  মিঠাই রানির রাজত্বে ভাগ বসাচ্ছে 'গাটছড়া'। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক একধাক্কায় নেমে গেল দ্বিতীয় স্থানে। প্রেম দিবসের দিন থেকেই জমে ক্ষীর  সিদ্ধার্থ ও মিঠাইয়ের ভালবাসা। মিঠাইতে এখন শুধু প্রেম আর প্রেম। সিদ্ধার্থ যে মিঠাই রানির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা জানতে আর বাকি নেই।  প্রেম-বিয়ে এসবে এখন ভরপুর  বিশ্বাসী সিদ্ধার্থ। মিঠাই রানি যে দাদুর নাতিকে পুরো পুরি বদলে দিয়েছে তাও ধরা পড়েছে ক্যামেরায়। আই লাভ ইউ বলে দিয়েছে উচ্ছেবাবু। সারা গায়ে গোলাপের পাপড়ি মেখে বাথটবে শুয়ে সিদ্ধার্থর সঙ্গে রোম্যান্সও কোনও কাজে আসল না। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে পারল না  'মিঠাই'। আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে  'গাটছড়া'।
 

প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবারেও বড়সড় চমক নিয়ে টিআরপি-র তালিকায়। এবারও পাকাপাকি শেষ হয়ে গেল মিঠাই-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল মিঠাইয়ের। এমন প্রশ্নই  কানাঘুষোতে শোনা যাচ্ছে। এই নিয়ে একটানা তিন সপ্তাহ ধরে  মিঠাই রানির রাজত্বে ভাগ বসাচ্ছে 'গাটছড়া'। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক একধাক্কায় নেমে গেল দ্বিতীয় স্থানে। প্রেম দিবসের দিন থেকেই জমে ক্ষীর  সিদ্ধার্থ ও মিঠাইয়ের ভালবাসা। মিঠাইতে এখন শুধু প্রেম আর প্রেম। সিদ্ধার্থ যে মিঠাই রানির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা জানতে আর বাকি নেই।  প্রেম-বিয়ে এসবে এখন ভরপুর  বিশ্বাসী সিদ্ধার্থ। মিঠাই রানি যে দাদুর নাতিকে পুরো পুরি বদলে দিয়েছে তাও ধরা পড়েছে ক্যামেরায়। আই লাভ ইউ বলে দিয়েছে উচ্ছেবাবু। সারা গায়ে গোলাপের পাপড়ি মেখে বাথটবে শুয়ে সিদ্ধার্থর সঙ্গে রোম্যান্সও কোনও কাজে আসল না। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে পারল না  'মিঠাই'। আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে  'গাটছড়া'।


এই নিয়ে টানা তিন সপ্তাহ টিআরপি কমল ধারাবাহিক 'মিঠাই'-এর ।   সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিল মিঠাইয়ের স্থান। তবে মিঠাইয়ের স্থান এমন ভাবে হাতছাড়া হবে তা মোটেই ভাবতে পারেননি দর্শক। 'মিঠাই' -কে টপকে ধারাবাহিক   'গাঁটছড়া 'প্রথম স্থানে দখল করে নিচ্ছে বারেবারে। মিঠাই-সিদ্ধার্থর রোম্যান্সে যে মন গলল না তা বোঝাই যাচ্ছে । স্বভাবতই এই খবরে মন খারাপ ভক্তদের।  একনজরে রইল সেরা ১০ টিআরপি-র তালিকা।

গাঁটছড়া : ১০.২ (প্রথম)
মিঠাই: ৯.৪ (দ্বিতীয়)
মনফাগুন : ৯.৪ (দ্বিতীয়)
আলতা ফড়িং: ৯.৩ (তৃতীয়)
 ধুলোকণা :  ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী : ৮.৮ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া :  ৮.১ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.৯ (সপ্তম)
উমা : ৭.৬ (অষ্টম)
খুকুমণি হোম ডেলিভারি : ৭.৪ (নবম)
পিলু :৭. ২ (দশম)


টিআরপি রেটিংয়ে (১০.২) পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছে  'গাঁটছড়া '।  মিঠাইকে টেক্কা দিয়ে নিজের জায়গা দখল করে নিল স্টার জলসার নতুন ধারাবাহিক। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক  'মিঠাই '। ( ৯.৪ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।   'মিঠাই ' -এর সঙ্গে পাল্লা দিয়ে ( ৯.৪ ) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার মেগা ধারাবাহিক  'মনফাগুন' । শন-সৃজলা জুটি বাজিমাত করেছে চলতি সপ্তাহেও। শন-সৃজলা জুটি বাজিমাত করেছে চলতি সপ্তাহেও। (৯.৩)পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে   'আলতা ফড়িং' ধারাবাহিক। ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে।  (৯.০)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে   'ধুলোকণা' ধারাবাহিক। ( ৮.৮ )  পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'আয় তবে সহচরী' ধারবাহিক। ( ৮.১ ) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। সপ্তম স্থানে (৭.৯) পয়েন্টে রয়েছেন ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'।  সদ্যই জি বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক। প্রথম সপ্তাহেই সপ্তম স্থানে নিজের জায়গা করে নিয়েছে অপরাজিতা আঢ্য। (৭. ৬ )পয়েন্টে অষ্টম  স্থানে রয়েছে 'উমা ' । (৭.৪)পয়েন্টে নবম  স্থানে রয়েছে 'খুকুমণি হোম ডেলিভারি  '। (৭.২)পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'পিলু' । সুতরাং চলতি সপ্তাহেও সেরা পাঁচে জি বাংলার মিঠাই ছাড়া আর কোনও ধারবাহিক নেই।  বরং স্টার জলসায় ধারাবাহিকগুলি টিআরপি লিস্টে নিজেদের জায়গা করে নিয়েছে। 

আরও পড়ুন-গলায় জ্বলজ্বল করছে 'লাভ বাইট', মিথ্যে বলে ক্ষোভ উগরে দিলেন উর্বশী

আরও পড়ুন-'মাত্র ১৪ বছরে রণবীরকে প্রথম দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম', প্রেমের কেচ্ছা ফাঁস আলিয়ার

আরও পড়ুন-বক্ষযুগল চেপে ধরেই নিতম্বে নোংরা স্পর্শ, একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এই তারকারা