সংক্ষিপ্ত

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। 

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। 

মাসের শেষে টিআরপি তালিকায় বড়সড় রদবদল। গত সপ্তাহেও গাটছড়া নিজের প্রথম স্থান ধরে ছিল। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না মিঠাই রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'মিঠাই'-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গায় কি ফিরে পেল 'মিঠাই'। তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এই সপ্তাহেও সেরার সেরা 'গাটছড়া' ধারাবাহিক। খড়ির প্রতি ঋদ্ধিমানের টান-সব মিলিয়ে টানটান উত্তেজনা ধারাবাহিককে ঘিরে। অন্যদিকে হাজার কিছু করেও নিজের জায়গা ফিরে পাচ্ছে না মিঠাই রানি। মাসের শেষ সপ্তাহেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'মিঠাই'। তবে মিঠাই যে আবারও নিজের জায়গা ফিরে পাবে তা একপ্রকার নিশ্চিত মিঠাই ভক্তরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

গাঁটছড়া : ১০.০ (প্রথম)
মিঠাই: ৯.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং: ৯.১  (তৃতীয়)
উমা: ৮.৫ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া: ৮.৪  (পঞ্চম)
মন ফাগুন: ৮.২ (ষষ্ঠ)
গৌরি এলো: ৮.২ (ষষ্ঠ)
আয় তবে সহচরী: ৮.১ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.৯ (অষ্টম)
পিলু : ৭.৬ (নবম)
ধুলোকণা : ৭.০ (দশম)


 সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিয়েছে মিঠাইয়ের স্থান। তবে মিঠাইয়ের স্থান এমন ভাবে হাতছাড়া হবে তা মোটেই ভাবতে পারেননি দর্শক। 'মিঠাই' -কে টপকে ধারাবাহিক   'গাঁটছড়া 'প্রথম স্থানে দখল করে নিচ্ছে বারেবারে। মিঠাই-সিদ্ধার্থর রোম্যান্সেও যে মন গলছে  না তা বেশ ভালই ধরা পড়ছে। চলতি সপ্তাহে আরও বড় চমক দিয়েছে টিআরপি-র তালিকা।  স্বভাবতই মিঠাইয়ের নম্বর কমে যাওয়ায় মন খারাপ হচ্ছে ভক্তদের।  টিআরপি রেটিংয়ে (১০.০ ) পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছে  'গাঁটছড়া '।  চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক 'মিঠাই '। (৯.৫) রেটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'মিঠাই '। (৯.১) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ।  ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে।   (৮.৫)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে   'উমা' ধারাবাহিক। ( ৮.৪ )  পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'  ।  ( ৮.২)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক   'মন ফাগুন'।   ( ৮.২)  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক   'গৌরী এলো'। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় উপরে উঠে এসেছে ধারাবাহিক 'উমা'। (৮.১) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'আয় তবে সহচরী'। (৭.৯ )পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে ধারাবাহিক  'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। (৭. ৬)পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  ' পিলু' । এবং (৭.০)পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' ধুলোকণা'।

আরও পড়ুন- স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির

আরও পড়ুন- গোপন সঙ্গমে নয়, করিনার সঙ্গে 'লিভ-ইন'-এর প্রস্তাবে কী প্রতিক্রিয়া ছিল মা ববিতার