কবিগুরুর জন্মদিনে সেলেব মহলের শুভেচ্ছা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে ভরল সোশ্যাল মিডিয়ার পাতা বলিউড থেকে টলিউড বাদ পড়লেন না কেউ  রবি ঠাকুরের কথায়, গানে, কবিতায় বুঁদ নেটদুনিয়া 

তুমি রবে নিরবে, হৃদয়ে মম... যুগে যুগে কালে কালে গোটা বিশ্ববাসীর কাছে বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় বুঁদ নেটদুনিয়া। এক যেন লকডাউনের এক অন্যছবি। কলকাতার চেনা রূপ ধরা পড়ল না এবছরও। থাকল না সেলিব্রেশন, থাকল না নাচ, গান, আবৃতি কিংবা নৃত্যনাট্য। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই প্রতিবারের মতই একই ছবি ধরা পড়তে দেখা যায় এবারেও। শ্রদ্ধার্ঘ্যে ভরে উঠেছে প্রতিটা পোস্ট। 

আরও পড়ুন- মাতৃদিবসে সেলেবদের আবেগঘন পোস্ট, টলিউড থেকে বলিউড, স্টারেদের পোস্টে কোথাও স্মৃতি, কোথাও শুভেচ্ছা

Scroll to load tweet…

রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর তুলে ধরে অভিনেতা খারহান আখতার শ্রদ্ধাজ্ঞাপন করেলন। 

Scroll to load tweet…

মানবিকতার বার্তা তুলে ধরে রবিঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দিয়া মির্জা। 

সোশ্যাল মিডিয়ায় কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে পোস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। 

Scroll to load tweet…

কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করে পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

কবিগুরু জন্মতিথিতেই নতুন উদ্যমে ব্যারাকপুরে কাজ শুরু করলেন নব নির্বাচিত বিধায়র রাজ চক্রবর্তী।