সংক্ষিপ্ত
- নববর্ষের দিনে দর্শনা বণিকের আবেগভরা পোস্ট।
- মহামারীর সময় নববর্ষের দিনটি একবারেই শুভ বলে মনে করছেন না দর্শনা।
- তবে আশা হারাননি অভিনেত্রী, আশার আলো হিসেবে নববর্ষের দিনটিকেই ধরে নিতে বললেন দর্শনা।
মুম্বইতে আটকে অভিনেত্রী দর্শনা বণিক। মার্চ মাসের মাঝামাঝি মুম্বইতে গিয়েছিলেন কাজের সুবাদে। তারপরই লকডাউনের তড়িঘড়ি। এখন আর বাড়ি ফেরার উপায় নেই। মুম্বইতে নববর্ষের প্রথম দিনটি কাটল দর্শনার। এই পরিস্থিতিতেও নিজের ভক্তদের শুভেচ্ছাবার্তা দিতে ভোলেননি অভিনেত্রী। খানিক বিষাদের সুরেই নববর্ষের শুভেচ্ছা জানালেন দর্শনা।
আরও পড়নঃ'ম্যায়নে প্যায়ার কিয়া'র কিসিং দৃশ্যে ফের অভিনয় করলেন সলমন, ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়
বিষাদের মধ্যেও আশার আলো খোঁজার চেষ্টা করলেন তিনি। এই মহামারীকে একদিন কাটিয়ে উঠে সকলে অযথা আতঙ্কে থাকতে বারণও করলেন দর্শনা। তবুও করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে দশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন।
আরও পড়ুনঃকোয়ারেন্টাইন থেকে সেলাম জাহ্নবীর, লকডাউনে ঘরেই নেচে নজর কাড়লেন শ্রীদেবী কন্যা
লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস