Asianet News Bangla

দেবলীনার 'ফিট' পোজ, ক্যাটরিনা কাইফের সঙ্গে বঙ্গতনয়ার তুলনায় ভক্তরা

  • দেবলীনা কুমারের ফিটনেস ফান্ডা বহুচর্চিত
  • এবার এই ফিটনেসেই পড়ল বলিউডের তকমা
  • সিঁড়ির উপর দাঁড়িয়ে 'ফিট' পোজে দেবলীনা
  • ক্যাটরিনার সঙ্গে অভিনেত্রীর মিল খুঁজে পেল ভক্ত
Devlina Kumar's fitness has been compared by Katrina kaif ADB
Author
Kolkata, First Published Aug 2, 2020, 11:03 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

সোশ্যাল মিডিয়ায় দেবলীনা কুমার পোস্ট মানেই নিমেষে ভাইরাল হওয়া। পোস্ট করলেন ফিটনেসের ছবি। সিঁড়িতে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দেবলীনা। পরণে জিমের পোশাক। সেই পোশাকে তাঁকে দেখেই ভক্তদের মনে পড়েছে ক্যাটরিনা কাইফের কথা। কামলি গানটিতে খআনিক এমনই পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এখন ভক্তরা অনুরোধ করে চলেছে তাঁকে কামলি গানে নেচে দেখাতে। সম্প্রতি ইনস্টাগ্রামের সাদা-কালো চ্যালেঞ্জে গা ভাসিয়ে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা কুমার। 

আরও পড়ুনঃ'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই নিমেষে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও


কালো রঙের স্বল্পবসনায় নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। যা দেখে চোখ কপালে উঠছে সাইবারবাসীর। সম্প্রতি খেতের মাঝে ফর্মাল পোশাকে ফোটোশ্যুট করতে দেখা যায় দেবলীনাকে। তাঁর ফিটনেসও ছবিতে প্রকাশ পেয়েছে। দেবলীনা ফিটনেসের বিষয় কতখানি তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। লকডাউন, করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল সঠিক ভাবে ওয়ার্ক আউট করা। অবশেষে নিজের পুরনো ছন্দে ফিরেছেন দেবলীনা। চোট পাওয়া পা নিয়েই শুরু করে দিয়েছেন ওয়ার্ক আউট করা। 

আরও পড়ুনঃ'রিয়াকে কি ভালবাসেন', প্রশ্ন শুনতেই নিমেষে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্ত, ভাইরাল ভিডিও

 

প্রসঙ্গত, তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে। স্বাভাবিকভাবেই দেবলীনারও পছন্দ নিজের শাড়ি অবতার। তাই বারে বারে শাড়িতেই পোজ দিতে দেখা যায় তাঁকে। 

Follow Us:
Download App:
  • android
  • ios