Asianet News BanglaAsianet News Bangla

অনাবৃত উরু, প্যান্ট ছাড়াই ফিনফিনে শার্ট পরে মিঠে রোদ ক্যান্ডিড ক্লিক দেবলীনার

টলি অভিনেত্রী দেবলীনা কুমারের টোনড ফিগারের ছবি দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বদাই নিজের মতো করে থাকতেই পছন্দ করেন দেবলীনা। আর তা নিয়েই শুরু হয় চর্চা । তবে সমালোচনাকেও মোটেই পাত্তা দেন না। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দেবলীনা। ছবির কমেন্ট দেখলেই বোঝা যাবে যে ছবি পোস্ট করে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন দেবলীনা।
 

 Devlina kumar shares no make look photos on her instagram BRD
Author
Kolkata, First Published Jul 22, 2022, 5:51 PM IST

টলি অভিনেত্রী দেবলীনা কুমারের টোনড ফিগারের ছবি দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বদাই নিজের মতো করে থাকতেই পছন্দ করেন দেবলীনা। আর তা নিয়েই শুরু হয় চর্চা । তবে সমালোচনাকেও মোটেই পাত্তা দেন না। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দেবলীনা। ছবির কমেন্ট দেখলেই বোঝা যাবে যে ছবি পোস্ট করে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন দেবলীনা।

নিজের মতো করে সময় কাটানোর ছবিই ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দেবলীনা। যেখানে দেখা গেছে মিঠে রোদে বসে ছবিতে পোজ দিয়েছেন দেবলীনা। অনাবৃত উরু, প্যান্ট ছাড়াই গায়ে সাদা রঙের শার্ট পরে আনমনা  হয়ে বসে রয়েছেন টলি কন্যা দেবলীনা। মাখনের মতো টোনড ফিগারে যৌবন যেন চুঁইয়ে পড়ছে। ক্যামেরার পিছনে মানুষটি যে তার স্বামী গৌরব তা এতক্ষণে সকলেই জেনে গেছেন। ক্যান্ডিড ছবিটি যে তুলে দিয়েছেন তার নামও জানিয়ে দিয়েছেন দেবলীনা। অভিনেত্রীর এই ছবি মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। আগুনের এবং ভালবাসার ইমোজিতে ভরে গিয়েছে দেবলীনার সোশ্যাল মিডিয়ার পাতা। 

ফ্ল্যাট অ্যাবস,ছিপছিপে কোমর, সেক্সি ফিগার এটাই যেন অভিনেত্রী দেবলীনা কুমারের আইকন। স্পষ্ট ভাষায় কথা বলতে তিনি যে ভীষণ পছন্দ করেন, তা সকলেরই জানা। রাখঢাক, লুকোছাপা নয় বরং ঠোঁটকাটা, স্পষ্টবাদী হিসেবে তার বেশ নামডাকও রয়েছে। স্পষ্ট ভাষায় কথা বলতে যে তিনি ভীষণ পছন্দ করেন, তা ফের প্রমাণ করে দিলেন নায়িকা। ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও নাচ নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন দেবলীনা। এছাড়াও বেশ কিছু ডান্স রিয়্যালিটি শো-তেও দেখা গেছে তাকে। বৈদিক রীতি মেনে গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা। টলিউডে বহু প্রতীক্ষিত বিয়ের আসরও বসেছিল ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে। কখনও নাচ তো কখনও শরীরচর্চা কোনও না কোনওভাবেই  নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত দেবলীনা। ফিটনেস ফ্রিক অভিনেত্রীর কোনওভাবেই যেন তালিকা থেকে বাদ পড়ে না শরীরচর্চা। টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি গৌরব ও দেবলীনা সর্বদাই নজরে থাকেন নেটিজেনদের। বিয়ের পর থেকেই তারকা দম্পত্তির সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কেড়েছেন ভক্তদের। সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ টলি অভিনেত্রী দেবলীনা কুমার। ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা ও নাচ নিয়ে সকলের মন জয় করে নিয়েছেন দেবলীনা। এছাড়াও বেশ কিছু ডান্স রিয়্যালিটি শো-তেও দেখা গেছে তাকে। 

Follow Us:
Download App:
  • android
  • ios