রানীমার ইমেজ ভেঙে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী। তবে এবারে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ কাঁপাতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। 

এবারে অভিনয় নয় রানীমার নাচ দেখে বোল্ড আউট সকলেই। বেশ কিছুদিন ধরে টেলিভিশনের পর্দায় দেখা পাওয়া যাচ্ছে না সবার প্রিয় রানীমা দিতিপ্রিয়াকে। ধারাবাহিকে তাঁর চরিত্র শেষ হয়েছে। এবারে অন্য রূপে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে চাইছেন অভিনেত্রী। রানীমার ইমেজ ভেঙে ওটিটি প্ল্যাটফর্মে দেবিউ করতে চলেছেন অভিনেত্রী। তবে এবারে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ কাঁপাতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। 

View post on Instagram

ইতিমধ্যেই প্রোমোতে ধরা পড়েছে সেই দৃশ্য। ‘ছঁইয়া ছঁইয়া’ গানে মঞ্চে আগুণ ছড়াতে দেখা যাবে দিতিপ্রিয়াকে। প্রোমোতে দেখা যাচ্ছে মন খুলে নাচছেন অভিনেত্রী। তাঁর নাচে মগ্ধ হয়েছেন সকলেই। গোবিন্দা তো দিতিপ্রিয়ায় প্রশংসায় পঞ্চমুখ। কিংবদন্তী এই অভিনেতাকে দিতিপ্রিয়া সম্বন্ধে বলতে শোনা গেলো, আপনি অভিনেতা নন, আপনি স্টার। পাশাপাশি জিৎ এবং শুভশ্রীও দিতিপ্রিয়ার নাচ দেখে আপ্লুত। শুভশ্রীকে চেঁচিয়ে বলতে শোনা গেলো, ঝিঙ্কুনাকুর পারফর্মেন্স। দিতিপ্রিয়ার সঙ্গে পা মেলাতে দেখা গেলো আবির এবং বিক্রমকে। 

আরও পড়ুন- নারীদের যোগ্য সম্মান না দিলে কলকাতা-বাংলাদেশের ছবিটাও আফগানিস্তানের মতই হবে, অকপট জয়া

আরও পড়ুন- মাসিক কত টাকা বেতনে কেরিয়ার শুরু করেছিলেন অক্ষয়, শুনলে অবাক হবেন

অন্যদিকে তিন বিচারককেও নাচতে দেখা গেলো। সব মিলিয়ে ‘ডান্স বাং ডান্স’-এর মঞ্চ এখন জমজমাট। যত দিন যাচ্ছে প্রতিযোগিতা আরও কঠিন হচ্ছে। বিচারকের আসনে জিৎ, শুভশ্রী এবং গোবিন্দাকে দেখতে নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে পড়েন দর্শকরা। অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই শো। এতদিন দিতিপ্রিয়াকে রানীমা সাজ থেকে বেড়িয়ে অন্য লুকে দেখা যাচ্ছিল। ওয়েস্টার্ন ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন দিতিপ্রিয়া। তবে এবারে সামনে এলো অভিনেত্রীর আরেক রূপ। আগামী ২৯ অগাস্ট জি বাংলায় রাত সারে নটায় দেখা যাবে এই এপিসোড। স্বভাবতই রানীমার নাচ দেখতে এখন থেকেই দিন গুনছেন দিতিপ্রিয়ার অনুরাগীরা।

YouTube video player

YouTube video player