সংক্ষিপ্ত

সম্পর্ক স্বাভাবিক করতেই পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হলেও তাদের দুজনকে পাঠানো হবে হানিমুনে। আর সেই ট্রিপেই এবার রিনিকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল উর্মি। 

এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi Na sesh Hoe) ধারাবাহিকে (Bengali Serials) এবার নয়া মোড়। একের পর এক চমকে এবার নজরে উর্মির হানিমুন। বেশ কিছুদিন ধরেই উর্মিও স্বার্থকে জীবনে একাধিক ঝড় বয়ে গিয়েছে। বিয়ের পর মিষ্টি প্রেমের গল্পের মাঝে একাধিকবার সমস্যা সৃষ্টি করেছে রিনি। যদিও প্রতিবার বুদ্ধির জোরে উর্মি পরিস্থিতি সামাল দিয়ে বাড়ির সকলের কাছে হয়ে উঠেছে প্রিয়। কিন্তু সমস্যা তার একটাই তার প্রিয় টুকাই বাবুকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে নারাজ। আর ঠিক এই জায়গাতেই বারে বারে আঘাত করছে রিনি।

 

 

সত্য বড় বিপদ কাটিয়ে উঠেছে রিনি, এবার সার্তকি ও উমার মাঝে সম্পর্ক স্বাভাবিক করতেই পরিবার থেকে সিদ্ধান্ত নেয়া হলেও তাদের দুজনকে পাঠানো হবে হানিমুনে। আর সেই ট্রিপেই এবার রিনিকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল উর্মি। সদ্য সামনে আসা নতুন প্রোমোতে মিলল এবার চাঞ্চল্য। সেখানেই দেখা গেল হঠাৎই রিনি উর্মিকে বলে বসে টুকাইদাকে কখনোই তার পক্ষে দাদার চোখে দেখা সম্ভব নয়। কিন্তু উর্মি সে কথা মানতে নারাজ থাকায় রীতিমতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রিনি। তবে কি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মির পথ চলা এখানেই ইতি! নতুন প্রোমো দেখে রীতিমতো চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

 

View post on Instagram
 

আরও পড়ুন- সুখবর, তবে কি মা হতে চলেছেন নীলের তৃণা, খুশির খবরে ডগমগ গুনগুন ভক্তরা

আরও পড়ুন- Vijay Diwas Dubai: বাংলাদেশের বিজয় দিবস, দুবাইয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক পেলেন শ্রীলেখা

রোম্যান্টিক এই জুটির মাঝে রোম্য়ান্সের ঝড় যেন পলকে উধাও, কী হব উমাার! সম্প্রতি একটি সাক্ষাৎকারে অন্বেষা ওরফে উর্মি জানিয়েছেন তাঁর চোখে রোম্যান্টিক মানে কী? অন্বেষার কথায় " আমার কাছে রোম্যান্টিক মানে কখনওই এমন নয় যে হাঁটু মুরে বসে হিরো হিরো ডায়লগ দেবে, হ্যাঁ হয়তো কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ এই ধরণের কাজ করেই থাকেন তবে আমার কাছে রোম্যান্টিক মানে হল ছোটো ছোটো জিনিসের খেয়াল রাখা, জীবনের ছোটো থেকে ছোটো জিনিসগুলোকে লক্ষ করা যে না চাইতে ও বুঝে যাবে আমি কী চাইছি। একে ওপরের পাশে থাকার নাম রোম্যান্স।" উল্টো দিকে রোম্যান্স নিয়ে সাফ জবাব দিয়েছেন  ঋত্বিক ওরফে সাত্যকি ও। ঋত্বিকের কথায় "আমার কাছে রোম্যান্স মানে একসঙ্গে থাকা, আড্ডা দেওয়া, গল্প করা। প্রকৃত অর্থে রোম্যান্সের আলাদাভাবে ব্যাখ্যা দেওয়া মুশকিল। নিজের জীবনের ঘটনা প্রিয় মানুষের সাথে শেয়ার করাটাও যেমন রোম্যান্স হতে পারে আবার একসাথে মাটির ভাঁড়ে চা খাওয়াটা ও রোম্যান্স হতে পারে। সুতরাং রোম্যান্স বলে আলাদা করে কিছু হয় না।" তবে এই জুটির টান টান খুনসুটি সিক্যুয়েন্সেই মুগ্ধ ভক্তরা, সেই দিক থেকে নতুন বিপদ কীভাবে সামলাবে সার্তকি!