সংক্ষিপ্ত
'দাদাগিরি'র মঞ্চে এবার 'কাঁচা বাদাম ' ঝড়। দাদার সামনেই এবার ছক্কা হাঁকাতে আসছেন বিখ্যাত 'কাঁচা বাদাম'-এর শ্রষ্ঠা ভূবন বাদ্যকর। জি বাংলার 'দাদাগিরি'-তে এবার সকলের প্রিয় মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে আসতে চলেছেন ভূবন বাদ্যকর। টানটান রূদ্ধশ্বাস পর্বের সম্প্রচারিত হতে চলেছে চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি। বিশ্ব ভূবন বিখ্যাত ভূবন বাদ্যকরের সেই বিখ্যাত 'কাঁচা বাদাম ' গান এবার শোনা যাবে 'দাদাগিরি'র মঞ্চে।
'দাদাগিরি'র মঞ্চে এবার 'কাঁচা বাদাম ' ঝড়। দাদার সামনেই এবার ছক্কা হাঁকাতে আসছেন বিখ্যাত 'কাঁচা বাদাম'-এর শ্রষ্ঠা ভূবন বাদ্যকর। জি বাংলার 'দাদাগিরি' ( Dadagiri) - তে এবার সকলের প্রিয় মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) সঙ্গে একমঞ্চে আসতে চলেছেন ভূবন বাদ্যকর (Bhuban Badyakar)। টানটান রূদ্ধশ্বাস পর্বের সম্প্রচারিত হতে চলেছে চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি। বিশ্ব ভূবন বিখ্যাত ভূবন বাদ্যকরের সেই বিখ্যাত 'কাঁচা বাদাম ' গান (kacha Badam) এবার শোনা যাবে 'দাদাগিরি'র মঞ্চে।
বীরভূমের একজন অতি সাধারণ বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি করতেই তার সহজ সরল রসিকতায় ভরা গানে আজ মেতে উঠেছে গোটা বিশ্ব। টলিপাড়ার কোনও নায়িকারাই মনে হয় বাদ যাননি 'কাঁচা বাদাম ' গানে কোমর দোলাতে। সকলেই নিজ নিজ ভঙ্গিমায় 'কাঁচা বাদাম ' গানে ঝড় তুলেছেন। এখানেই সার্থক (Bhuban Badyakar) ভূবনের 'কাঁচা বাদাম'। বর্তমানে গোটা বিশ্বে মুহূর্তের মধ্যে ভাইরাল বাদাম কাকুর 'কাঁচা বাদাম' (kacha Badam) । সুদূর আফ্রিকার কিলি পলও 'কাঁচা বাদাম'-এর তালে কোমর দুলিয়েছেন। এবার সেই বিখ্যাত 'কাঁচা বাদাম'-এর শ্রষ্ঠা ভূবন বাদ্যকর আসতে চলেছেন 'দাদাগিরি'-তে ( Dadagiri) ।
'দাদাগিরি'-র নবম সিজনের বিশেষ পর্বেই 'কাঁচা বাদাম' (kacha Badam) ঝড় তুলতে আসছেন ভূবন বাদ্যকর (Bhuban Badyakar) । জানা গেছে 'দাদাগিরি'-তে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ( Sourav Ganguly) স নিজের গলায় 'কাঁচা বাদাম' গান গেয়েও শোনাবেন ভূবন। এর পাশাপাশি নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথাও শোনা যাবে তার গলায়। সৌরভের মুখোমুখি হয়ে নিজের ভঙ্গিতেই ছক্কা হাঁকালেন সকলের প্রিয় বাদামকাকু। আদ্যোপান্ত মাটির মানুষ, তার মধ্যে বাড়তি কোন জৌলুস নেই। নিজে যেমন সহজ-সরল ঠিক তেমনই সহজ-সরল ভাবেই খেলে ছক্কা হাঁকিয়েছেন ভূবন। শুধু খেলার আগে তাকে কিছু নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেইমতো তিনি খেলে গেছেন। দাদাকে ( Sourav Ganguly) সামনে পেয়ে কী কেমন প্রতিক্রিয়া হয়েছিল ভূবনের। সূত্রের খবর, এই ভূবনই নাকি দাদাকে রেহাই দিয়েছিলেন কিন্তু তার বদলে, ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ভূবনের জীবনের সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছেন। এই শো-তেই জানা গিয়েছে ভূবনের জীবনের (Bhuban Badyakar) । অন্দরের কাহিনি। বীরভূমের দুবরাজপুর গ্রামেই মাটির বাড়িতেই থাকেন ভূবন বাদ্যকর। লকডাউনে ছেলে বাড়ির বাইরে ছিল। নিজের চেষ্টায় তাকে বাড়িতেই ফিরিয়ে এনেছেন ভূবন। পাশাপাশি এও জানিয়েছেন, ভূবন বিখ্যাত হওয়ার পরই নাকি তার 'কাঁচা বাদাম' বিক্রি কমে গেছে। এখন সবাই তার গান শুনতে চায়। কেউ নাকি আর তার বাদাম খেতে চায় না। বাদাম বিক্রির পাশাপাশি এখন 'কাঁচা বাদাম' গানও তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।