টলিপাড়ায় উৎসবের আমেজ বড়দিনের সেলিব্রেশনে মাতল আট থেকে আশি  মুহূর্তে ভাইরাল সেলেবদের পোস্ট কার সঙ্গে সেলিব্রেশন কৌশানির 

টলিউডে উৎসবের আমেজ। একের পর এক সেলেবের পোস্টে ভরে উঠছে নেট মহল। কী করছেন বড়দিনে টলি স্টারেরা। সকাল থেকেই সেই দিকে কড়া নজর রেখে চলেছে ভক্তমহল। চলতি বছরে বড়দিনের রঙ খানিক ফিকে হলেও, নিজের মত করে এই দিনটি বিশেষ করে তুলছেন সকলে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না কৌশানিও। 

আরও পড়ুন- খোলা হাওয়ার আমেজে মিমি চক্রবর্তী, বড়দিনের উপহার, মুক্তি পেল রবীন্দ্রসঙ্গীত মিমির কণ্ঠে

টলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানালেন ভক্তদের। তবে কার সঙ্গে সেলিব্রেশনে মাতলেন কৌশানি, সে হল কৌশানির আদরের বাহুবলী। পরিবারের ছোট্ট সদস্যকে নিয়েই ছাদে খেলায় মাতলেন তিনি। সেই ভিডিওই সকলের জন্য শেয়ার করলেন বং ডিভা। বাহুবলী বনি-কৌশানির খুব প্রিয়। বারে বারে সোশ্যাল মিডিয়ায় তার ছবি উঠে আসে। 

View post on Instagram

অভিনেত্রীর কৌশানির দিদির ছেলে বাহুবলী। তাকে নিয়েই ছুটির দিনগুলো মাঝে মধ্যেই মেতে ওঠেন কৌশানি। বলির সঙ্গেও ছবি তুলেছিলেন সদ্যজাতকে কোলে নিয়ে। বড়দিনে তার ব্যতিক্রম হল না। কৌশানির কোলে আবারও দেখা গেল ছোট্ট বাহুবলীকে। রোদ ঝলমল দিনে মুখে হাসি ক্ষুদের। সেই ভিডিওই ছড়িয়ে পড়ল ভক্তমহলে।