সংক্ষিপ্ত

  • বাংলায় চতুর্থ দফার ভোট 
  • শনিবার একাধিক তারকা দিলেন ভোট 
  • গণতন্ত্রের সেলিব্রেশনে সামিল টলিউড 
  • ভোট দিয়ে ছবি করলেন পোস্ট 

বাংলায় চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তিন দফার নির্বাচন শেষ। শনিবার, চতুর্থ দফার নির্বাচনে একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল। পাশাপাশি অনেকেই টলিউডের অভিনেতা-অভিনেত্রী আজ নিজের ভোট দান করলেন। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি শেয়ার করলেন তারকারা। ভক্তদের সুস্থ ভোটদানে ও নিজের গণতান্ত্রিক অধিকারকে গ্রহণ করে উৎসাহ যোগালেন। 

আরও পড়ুন- Election Live Update- শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর চলল গুলি-৫ জনের মৃত্যু, চতুর্থ দফায় মুখোমুখি মোদ

 

View post on Instagram
 

 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তিনি বেহালার প্রার্থী। সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এতোদিন প্রচারে ছিলেন ব্যস্ত। তবে ভোটের দিন মায়ের সঙ্গে বেরিয়ে সাধারণ এক ভোটারের লুকেই ধরা দিলেন তিনি। 

আরও পড়ুন- সকাল থেকেই উত্তাল এলাকা, গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া, হামলা তারকা প্রার্থী পায়েল সরকারের ওপর

View post on Instagram
 

 

 

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শুভশ্রী ভোট দিয়ে সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। 

 

View post on Instagram
 

 

রাজ চক্রবর্তীও দিলেন নিজের ভোট। সাত সকালে ভোট দিয়ে এসে নীল কালি যুক্ত আঙুলের ছবি শেয়ার করলেন ব্যারাকপুরের প্রার্থী। 

 

View post on Instagram
 

 

যশ দাশগুপ্ত, তিনি চন্ডীপুরের প্রার্থী। এই তারকাও ভোট দিলেন চতুর্থ দফায়। শেয়ার করলেন ছবি। এছাড়াও এদিন ভোট দিলেন পাওলি দাম, সাহেব ভট্টাচার্য, অনুপম রায় প্রমুখেরা।