সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তনুশ্রী। ছবিতে একেবারে নতুন কনের সাজে ধরা দেন অভিনেত্রী। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ সঙ্গে চন্দনের সাজ। 

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বাঁধা ছকের বাইরে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বেশ কিছু ছবিতে তার অভিনয় বেশ চর্চিত হয়। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ তিনি। জীবনের ভালো মন্দ সময়ের অভিজ্ঞতাকে ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরে টলি-পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে আছেন তনুশ্রী। তবে কী তাঁর সঙ্গেই বিয়ে করতে চলেছেন তনুশ্রী? সোশ্যাল মিডিয়ায় তনুশ্রীর পোস্টে মিমির কমেন্টে উঠছে প্রশ্ন। 

View post on Instagram

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তনুশ্রী। ছবিতে একেবারে নতুন কনের সাজে ধরা দেন অভিনেত্রী। সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে লাল টিপ সঙ্গে চন্দনের সাজ। এছাড়াও হাতে রয়েছে শাঁখা, পলা। অভিনেত্রীর এই ছবি দেখে প্রায় সকলেই অনুমান করতে পাড়ছেন যে এটি কোনও ফোটো শুট-এর ছবি। কিন্তু অভিনেত্রীর এই পোস্টে মিমি চক্রবর্তীর করা কমেন্ট নতুন গুঞ্জনের সৃষ্টি করলো। মিমি ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘বিয়েটা কবে?’ কিছুক্ষণের মধ্যেই তনুশ্রী মিমির কমেন্টের উত্তর দেন। তিনি মিমিকে ট্যাগ করে লেখেন, ‘তোর বিয়ের একদিন আগেই’। 

আরও পড়ুন- নারীদের যোগ্য সম্মান না দিলে কলকাতা-বাংলাদেশের ছবিটাও আফগানিস্তানের মতই হবে, অকপট জয়া

আরও পড়ুন- মাসিক কত টাকা বেতনে কেরিয়ার শুরু করেছিলেন অক্ষয়, শুনলে অবাক হবেন

View post on Instagram

টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রীকে এইভাবে খুনসুটি করতে দেখে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। যদিও রাজনৈতিক দিক দিয়ে দুই অভিনেত্রীর রং আলাদা, তবুও দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক এখনও অটুট রয়েছে তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেলো। ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটের ময়দানে পা রাখেন তনুশ্রী। বিজেপির পক্ষ থেকে প্রার্থীও করা হয়েছিলো তাঁকে। তবে ভোটে পরাজিত হন তিনি। অন্যদিকে মিমি তৃণমূলের সাংসদ। পুরোপুরি সক্রিয় রাজনীতি না করলেও সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে ভোটে হারের পর থেকেই আর রাজনীতিতে দেখা পাওয়া যাচ্ছে না তনুশ্রীর।

YouTube video player