সংক্ষিপ্ত
মিঠাই থেকে অপু, বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কী বললেন ভক্তদের উদ্দেশ্যে।
শ্যুটিং সেট হোক বা ধারাবাহিকের চিত্রনাট্যে সেলিব্রেশন ও উৎসব যেন কোনও মতেই তালিকা থেকে বাদ পড়ে না। যদিও গল্পের মোড় গুরুগম্ভীর পর্যায় থাকায়, অপরাজিতা অপু ধারাবাহিকে তেমন কোনও সেলিব্রেশন এখন চোখে পডল না, আর তাই জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় এবার তাঁরা শুভেচ্ছা জানালেন ভক্তদের উদ্দেশ্যে, অপরাজিতা অপু ধারাবাহিকের অপু আর দীপু মিলে জানালেন- সকলকে বড়দিন ও নতুন বছরের ঝুরি ঝুরি শুভেচ্ছা, সকলকে ভালোবাসুন ও ভালোবাসা ছড়িয়ে দিন সকলের মধ্যে।
অন্যদিকে মিঠাই ধারাবাহিকের মধ্যে কোথাও গিয়ে যেন এবার স্বাভাবিক হতে দেখা যাচ্চে মোদক পরিবারকে, সেখানেই বড়দিনের সেলিব্রেশন মুডে দেখা গেল এই সেলেবস্টারদের। এবার সকলের নজর কেড়ে নেট দুনিয়ায় নতুন বছরের শুভেচ্ছা জানাল মিটাই ও সিড। তাঁরা বললেন- এই বড়দিনে বড় হোক মানুষের মন, মানুষের পাশে দাঁড়ান, নতুন ছন্দে কাটুক বড়দিন, নতুন বছর জীবনে নিয়ে আসুক অনেক আনন্দ অনেক আশা।
আরও পড়ুন- Aparajita Apu serial update: মদ্যপান করছে বিডিও, ছবি ভাইরাল, কী করবে অপু
আরও পড়ুন- Mithai Coming Episode: সত্যি কি স্বপ্নপূরণ হবে মোদক পরিবারের মিষ্টি হাব তৈরির, কীভাবে
জি বাংলার অনতম্য জনপ্রিয় দুই ধারাবাহিক হল মিঠাও ও অপরাজিতা অপু। এই নিয়ে একটানা প্রায় ৪০ সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় শীর্ষ স্থান ধরে থাকল মিঠাই (Mithai)। যদিও আগের থেকে বেশ কিছুটা পাল্টালো এবার গল্পের মোড় । তবে সেরা পাঁচে জায়গা করতে পারল না অপরাজিতা অপু। ফুলবড়িতে নয়া বিপদ এবার অপুর অপেক্ষায়। অপরাজিতা অপু ধারাবাহিকে একের পর এক নতুন ঝড়ের মুখে অপু। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে ঠিক কীভাবে সবটা সামাল দেবেন তিনি, তারই গল্প বলে এই ধারাবাহিক। নিজের স্বপ্ন পূরণের পথে আসা একের পর এক বাধাকে ঠিক কীভাবে জয় করে সে, তাই দেখার। অপরাজিতা অপু, এখন টান টান উত্তেজনায় ভরপুর। এবার নয়া মোড়ে মদ্যপানের ছবি নিয়ে জল্পনা, অপুর মিথ্যে ছবি বানিয়েে তা প্রচার করে দেওয়া, প্রথমদিন অফিস ঢুকতেই স্বাগত হল অপু সমালোচনার মুখেই। কীভাবে সামলাবে সে এবার সবটা!
অন্যদিকে মিঠাই টিআরপি (TRP) তালিকার বরাবরই সবার উপরে স্থান পাকা করে রেখেছে। যবে থেকে এই ধারাবাহিক (Bengali Serials) মুক্তি পেয়েছে তবে থেকেই দর্শকের মনে এর জায়গা সবার উপরে। মজাদার গল্প সঙ্গে খুনসুটিতে ভরপুর এই ধারাবাহিকে চিত্রনাট্যে (Script) ছোট-বড় সব বয়সের রসদ লুকিয়ে রয়েছে পরতে পরতে। আর ঠিক সেই কারনেই এই ধারাবাহিক পরিবারের সকলের কাছেই হয়ে উঠেছে প্রিয়। রাত আটটা বাজলে ড্রইংরুমে মিঠাই দেখা চাই বাংলা ধারাবাহিকে দর্শকদের কাছে এমনই প্রভাব বিস্তার করেছে জি বাংলা ধারাবাহিক (Zee bangla) মিঠাই (Mithai)।