Asianet News BanglaAsianet News Bangla

মোনালিসার 'ষষ্ঠী পুজো', ভোজপুরীর নায়িকার সাজ দেখলে চমকে যাবেন আপনিও

  • করোনা আবহে চলছে পুজো পরিক্রমা
  • এরই মাঝে ষষ্ঠী পুজোও করে ফেললেন মোনালিসা
  • হলুদ সুতীর শাড়িতে সেজে উঠেছে দেওরদের বউদি
  • ঠাকুরপোদের পুজোর মজায় এবার ডাবল ডোজে 
Monalisa prepped up for her Sashthi Pujo ADB
Author
Kolkata, First Published Oct 23, 2020, 12:00 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

পুজোর গন্ধে ভরে গিয়েছে চারিদিক। প্রথমা থেকেই পুজোর রব। পুজোর আগে যে আভাস নিয়ে মোনালিসা ধরা দিয়েছিলেন সেই উচ্ছ্বাস নিয়ে এবার ষষ্ঠীতে প্রকাশ্যে এলেন ভোজপুরী অভিনেত্রী। হলুদ রঙের শাড়ি পরে পুজোর পরিক্রমার জন্য প্রস্তুত মোনালিসা। ষষ্ঠীপুজো দিয়ে ঠাকুরপোদের বুকের ধুকপুকানি কতখানি বেড়ে গিয়েছে তা এবার স্পষ্ট। 

সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ার সেনসেশন মোনালিসার প্রায় প্রতিটি ছবিতেই তাঁর প্রেমে হাবুডুবু খাওয়ার জোগাড় সকল সাইবারবাসী। সম্প্রতি তাঁর সাবেকিয়ানায় মুগ্ধ হয়েছিল নেটিজেনরা। কোনও খোলামেলা পোশাকে নয়। পুজোর আমেজ নিয়ে এলেন মোনালিসা। সাদা ও লাল পাড় শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। বং বিউটিই বটে। 

আরও পড়ুনঃপ্রেমের ছোঁয়ায় ভরা সৃজিত-মিথিলার পুজো, কেমন কাটল সেলেব দম্পতির শুভ ষষ্ঠী

আরও পড়ুনঃক্যামেরার সামনে শাড়ি পরলেন ঋতুপর্ণা, ভিডিওতে ভাইরাল টলিউড ডিভা

ভোজপুরী অভিনেত্রী, ঝুমা বউদি এসব একেবারে নিমেষে ভুলিয়ে দিয়ে মিষ্টতায় ভরে উঠেছে তাঁর সৌন্দর্য। তাঁকে দেখেই অনেকের মনে এখন পুজো পুজো রব। সম্প্রতি কালো রঙের লেসি টপ পরে ধরা দিয়েছিলেন মোনালিসা। তাঁর কালো পোশাক থেকেই লাল অন্তর্বাস উঁকি মারছিল। এবং তাতেই চোখ ঘুরল নেটবাসীর। দিন কতক আগে স্যুইমসুটে স্যুইমিং পুলের ধারে শুয়ে মোনালিসা। যদিও ছবিটি বেশ পুরনো। লকডাউনে পুরনো গ্যালেরি তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কারণ একটাই, ভক্তদের বিনোদন।

Follow Us:
Download App:
  • android
  • ios