ছুটির মেজাজে নীল-তৃণা ভোট বাজারেই পাহাড়ের হাতছানি  বিয়ের পর প্রথম ভ্রমণ বন্ধুদের সঙ্গে উত্তরবঙ্গে সেলেব জুটি 

টলিউডের হট জুটি নীল তৃণা সকলকে তাক লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বছরের শুরুতেই। বহু সালের তারকারই বিয়ে আটকে ছিল করোনার জন্য। তবে বছরের শুরুতে সেই কোপ বেশ খানিকটা কমে যায়। ফলে তড়িঘড়ি বসেছিল রাজকীয় বিয়ের আসর। তবে সারা হয়নি হানিমুন। বিয়ের পরে ফিরেছিলেন জুটি।

আরও পড়ুন- সর্বনাশ, দিনে ঠিক গুণে গুণে কটা সিগারেট খেতেন অজয়, নিজেই করলেন ফাঁস

View post on Instagram

তবে ভোট ময়দানে আর অপেক্ষা নয়। ঝড়ের বেগে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। তাই আর রিক্স না নিয়েই মিনি হানিমুন ট্রিপ সেরে ফেলছেন নীল তৃণা। ডেস্টিনেশন সকলের পছন্দ উত্তরবঙ্গ। বন্ধুদের সঙ্গে ছুটির মেজাজে পাল্লা দিয়ে এখন কেবল সেলিব্রেশন। লাইট ক্যামেরা থেকে খানিক বিরতি। তিস্তা নদীর তীরে ফ্রেম বন্দী হলেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একাধিক ফটো থেকে ভিডিও।

View post on Instagram

মূহুর্তে ভক্ত মহলের নজর কাড়ে। টলিউডের এই হার্টথ্রব জুটি বেজয় মজা করছেন পাহাড় কোলে। ভোটের পারদ সেখানেও তুঙ্গে। বিয়ের পর সত্য তারা যুক্ত হয়েছেন তৃণমূল শিবিরের সঙ্গে। বেরিয়েছে ভোট প্রচারে ও। খেলা হবে গানের সঙ্গে নিচেও ভাইরাল এই জুটি। তবে ব্যালেন্স করতে হবে সব দিক। তাই ব্যস্ততার মাঝেই নিজেদের জন্য খানিকটা সময় বার করে নিলেন নীল তৃণা।