সংক্ষিপ্ত

  • নুসরত ফারিয়ার সেক্সি ন্যাভেল পোস্টে নজর ঘুরল নেটিজেনের
  • বাংলাদেশি সুন্দরীর মোহমায়ায় এবার মগ্ন এপার বাংলাও
  • থ্রোব্যাকে চড়ালেন উষ্ণতার পারদ
  • শাকিব খানের সঙ্গে 'রসিক'তায় মজলেন নুসরত

বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট মানেই নিমেষে ভাইরাল। তাঁর সৌন্দর্য, ফ্যাশন, টোনড চেহারা সবেতেই মুগ্ধ ভক্তমহল। নুসরতের একটি পোস্টেই মিনিট খানেকের মধ্যেই বয়ে যায় লাইকের বন্যা। এবার তার অন্যথা হল না। সম্প্রতি তিনি পোস্ট করেছেন একেবারে ভিন্ন অবতারে সেজে। লেহেঙ্গায় নিজের ফ্ল্যাট অ্যাবস ফ্লন্ট করছেন নুসরত। বছর খানেক আগের একটি গানের থ্রোব্যাক মুহূর্ত শেয়ার করেছেন নুসরত। 

শাকিব খানের শাহেনশাহ ছবিতে রসিক আমার গানটিতে এমন লুকে দেখা গিয়েছিল তাঁকে। সেই গানের ঝলক শেয়ার করে থ্রোব্যাকে নিজের মন ভাসিয়েছেন নুসরত। বাংলাদেশি সুন্দরীর জাদু এখানেই শেষ নয়। মডার্ন পোশাকে যেমন ইন্টারনেট কাঁপাবার ক্ষমতা তাঁর রয়েছে তেমনই রেট্রো স্টাইলেও নজর কাড়েন তিনি।  সাদা-কালো ফ্রেমে নিজেকে রেট্রো লুকে মেলে ধরেছিলেন বেশ কয়েকদিন আগে। যা দেখে চোখ কপালে উঠেছিল ভক্তমহলের। তাঁকে এক ঝলকে চেনাই মুশকিল হয়েছিল। 

আরও পড়ুনঃমিথিলা নয় এবার সৃজিতের কোলে আয়রার আদর, চোখ এড়াল না Daddy রাজের

View post on Instagram
 

 

এমন অবতারে তাঁকে আগে কখনও দেখা যায়নি। পুরনো দিনের হিন্দি ছায়াছবির নায়িকার মত বুঁফো করে বাঁধা চুল। লম্বা বিনুনি ঝুলছে কাঁধের এক পাশে। সালোয়ার-কামিজও রেট্রো ছোঁয়ায় ভরা। মেকআপেও রয়েছে অভিনবত্ব। টানা লাইনার হল রেট্রো যুগের ইউএসপি। সেই ইউএসপিকেই মেকআপে বেশি করে তুলে ধরেছিলেন নুসরত। পোশাকের মধ্যে ওরনা নেওয়ার স্টাইল পুরোটাই পুরনো দিনের নায়িকাদের মত। তাঁকে এমন ভিন্ন অবতারে দেখে ক্রাশ খেয়েছে হাজারও পুরুষ। সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল মহিলারাও।

 

View post on Instagram