- অনির্বাণের বিয়েতেই ফাঁস রহস্য
- মুখ খুলেছিলেন অঙ্কুশ বিয়ে নিয়ে
- শীঘ্রই তিনিও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে
- এবার তারই কি প্রস্তুতি শুরু
জানুয়ারীতেই সাত পাকে বাধা পড়তে ারেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জণ তুঙ্গে। বিয়ের মরসুমে একের পর এক তারকার চার হাত এক হচ্ছে। অনির্বাণ থেকে শুরু করে গৌরব, তালিকা থেকে বাদ পড়ছে না এবার অঙ্কুশও। নিজেই অনির্বাণের বিয়েতে মুখ খুলে তিনিন জানান, শীঘ্রই তিনিও এই দলে নাম লেখাতে চলেছেন। তবে থেকেই জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ সাত পাকে বাধা পড়ল দুই মন, গৌরব-দেবলীনাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিল নেটপাড়া
বছরের শুরুতেই কি তবে বাজবে সানাই। সেই গুঞ্জণকে উষ্কে দিল এবার তাঁদের নতুন পোস্ট। বিয়ের আগেই কি সংসার সাজিয়ে নেওয়ার পালা। গাড়ি কিনে ফেললেন এই দুই তারকা। সেই ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। পরিবারে নতুন সদস্য, বেজায় খুশি দুই স্টার, মুহূর্তে ছড়িয়ে পড়ল ছবি নেটপাড়ায়। গৌরবের বিয়ের মাঝেই ভাইরাল অঙ্কুশ।
একদিকে যখন গৌরব ও দেবলীনা বিয়ের আসরে ঝড় তুলছেন, ঠিক সেই সময়ই নতুন গাড়ি কিনে ছবি পোস্ট করে সকলের নজর কাড়লেন অঙ্কুশ। দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। কবে চার হাত এক হবে, অপেক্ষায় দিনগুণছিলেন ভক্তরা। শীঘ্রই শুখবর শোনাবেন অঙ্কুশ, একই সঙ্গে ছবি শ্যুট থেকে শুরু করে বিয়ের তোরজোর, নেট দুনিয়ায় এখন ভাইরাল এই সেলেব জুটি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 12, 2020, 11:51 AM IST