তবে কি গোপনেই বিয়ে করে ফেললেন পায়েল সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে জল্পনা কনে সাজে পায়েল, পাশে জয়ী কারণ খোলসা করলেন নিজেই 

২০১৯-এর শেষ থেকেই একের পর এক বিয়ের খবর ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। জুন মালিয়া থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, বিয়ের মরসুমে সাত পাকে বাঁধা পড়লেন অনেকেই। বিয়ের পিঁড়িতে বসেছেন অনেক টেলি তারকাই। তবে কি এবার সেই তালিকাতে নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার! সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

আরও পড়ুন-পাঁচ বছর আলাদা থাকার পর বিবাহ বিচ্ছেদ, কাঠগোড়ায় কঙ্কনা-রণবীর সম্পর্ক

আরও পড়ুন-বিগবসের ঘরে নয়, ফের কাছাকাছি এলেন সিদ্ধার্থ-শেহনাজ

কনের সাজে পালে, পাশে উপস্থিত রয়েছেন টলি-পাড়ার এক ঝাঁক তারকারা। তাঁদের মাঝেই পোজ দিয়ে সকলের নজর কাড়ছেন পায়েল সরকার। তবে না, এ কোনও গোপন বিয়ের আসর নয়। সম্প্রতি ছবির সেট থেকেই এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে পায়েলের বিপরীতে দেখা গেল জয়ী দেব রায়কে। শুটিং চলছে পায়েলের পরবর্তী ছবি বিয়ে.কম-এর। সেখান থেকেই ছবি শেয়ার করলেন তিনি। 

View post on Instagram

আরও পড়ুন-নগ্ন অবস্থায় টিকটক , জ্যাকলিনের ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া

এই ছবিতে পায়েলের বরের চরিত্রে অভিনয় করবেন জয়ী দেব রায়। ছবির পরিচালনাতে রয়েছেন অভিজিৎ গুহ। এই বিয়ের আসরেই ফ্রেমবন্দি হলেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায় প্রমুখেরা। একাধিক ছবি সেট থেকে শেয়ার করে সকলের নজর কাড়লেন পায়েল সরকার। শ্যুটিং শেষের পথে। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।