Asianet News Bangla

বাতিল ভারতের ভিসা, সৃজিতের সঙ্গে দেখা না হওয়ায় আবেগঘন পোস্ট মিথিলার

  • সৃজিতকে ঘিরে মিথিলার আবেগঘন পোস্ট
  • ১৫ এপ্রিল পর্যন্ত দেখা হওয়ার সম্ভাবনা নেই
  • ভারতের ভিসা বাতিল করা হয়েছে
  • সোশ্যাল মিডিয়াতেই প্রেমপর্ব সৃজিত-মিথিলার 
Rafiath Rashid Mithila opens up on her feelings towards srijit mukherjee
Author
Kolkata, First Published Mar 15, 2020, 5:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

দীর্ঘদিনের অপেক্ষার পর সাত পাকে বাধা পড়েছেন এই জুটি। একে অন্যের সঙ্গে সম্পর্কে থাকলেও তা প্রকাশ্যে আসতে দেননি তাঁরা। অবশেষে ২০১৯-এর শেষে এসে একে অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তবে এখানেই শেষ নয়, রিসেপশনেও বেশ কিছুটা সময় লাগে। তবে বউভাতের আসরের পরই মিথিলাকে রেখে সৃজিত পাড়ি দিয়েছিলেন আফ্রিকায়। 

আরও পড়ুনঃবছরে একটা ছবি আর সেটাই সুপারহিটের তকমা, এক্সপেরিমেন্টাল লুকে বাজিমাত আমিরের

সুদূর আফ্রিকা থেকেই চলত প্রেমপর্ব। একের পর এক ছবি শেয়ার করা থেকে শুরু করে ভাব বিনিময়, কোন কিছুই বাদ পড়ত না তালিকা থেকে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে সমস্ত দেশের দরজা বন্ধের মুখে। এমনই অবস্থাতে বাংলাদেশে রয়ছেন মিথিলা ও আফ্রিকাতে রয়েছেন সৃজিত। দেখা হওয়া কোনও অবকাশই নেই, ভরসা কেবলই নেট। 

আরও পড়ুনঃঅ্যাসিসটেন্ট পরিচালক থেকে অ্যাকশন ফিল্মের মাফিয়া, রোহিত শেট্টির জন্মদিনে সেরার সেরা ছবির তালিকা

আরও পড়ুনঃছোটপর্দার 'পূজা' থেকে ওয়েবের 'মায়া', নেটদুনিয়ার সেরা সেক্স সিম্বলের তকমা এখন শমার ঝুলিতে

 

সেই নেট দুনিয়াতেই এবার মনের কথা খুলে বললেন মিথিলা। দীর্ঘ ২৫ বছর পর যেন দেখা, করোনা, সিএএ ছাড়াও সামাজিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে জেরে দূরে থাকার পর যখন দেখা হবে, তখন বীরজারার গানই মিথিলার ভাব বোঝানোও আশ্রয়। খবরের শিরোনামের ছবি শেয়ার করে মিথিলা সেই কথাই লিখলেন, যেখানে দেখা গেল ১৫ই এপ্রিল পর্যন্ত ভারতের সব ভিসা বাতিল করা হয়েছে। 
 

Follow Us:
Download App:
  • android
  • ios